পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি, শেষ দেখার হুঁশিয়ারি শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত দামামা। গত সপ্তাহে পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) দিনক্ষণ ঘোষণা করার পর থেকেই একের পর এক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে সরব বঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। একাধিক দাবি নিয়ে আদালতেও ছোটেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবেই এতেই ক্ষান্ত নয়। পঞ্চায়েত ভোট ইস্যুতে ফের আদালতে যাচ্ছে বিজেপি। এমনটাই জানালেন নন্দীগ্রামের বিধায়ক।

‘আইন মাফিক কাজ করছে না কমিশন, মানা হচ্ছে না আদালতের নির্দেশও’। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার আবারও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক।

ঠিক কি কি অভিযোগ বিরোধী দলনেতার? শুভেন্দুর কথায়, “গোটা রাজ্য জুড়ে এখনও পর্যন্ত ৫০টিরও বেশি ব্লকে তৃণমূল কংগ্রেসের বাধা দেওয়ায় বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি। রাজ্যে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা কিংবা অন্য বিষয়ে অভিযোগ জানাতে হলে আইনে অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলার কথা থাকলেও কমিশন এ ব্যাপারে কোনও ভূমিকা নেই’।

আদালতের নির্দেশ মতো স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ প্রার্থীদের মনোনয়নে বাধা ইস্যুতে এখনও কোনও পদক্ষেপ নেয়নি কমিশন, অভিযোগও আদালতের নজরে আনবেন বিরোধী দলনেতা।

suvendu

শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ, সিভিক ভলান্টিয়ারদের জন্য প্রস্তুত করা হচ্ছে পোশাক। যা তাদের আসন্ন পঞ্চায়েত ভোটে কাজে লাগানোর ইঙ্গিত। অন্যদিকে, সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তোপ দেগে শুভেন্দুর অভিযোগ,’ বারংবার কামিশনের কাছে নালিশ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় কমিশনারের ওপর আস্থা নেই তাদের। তাই আইনি লড়াই জারি রাখবেন তারা’।

প্রসঙ্গত, মঙ্গলবার শুভেন্দু অধিকারী ও অধীর চৌধুরীর দায়ের করা পঞ্চায়েত মামলায় অনেক ক্ষেত্রেই নির্বাচন কমিশনের ওপরেই ভরসা রেখেছে কলকাতা হাইকোর্ট। আদালতের এই রায়কে স্বাগত জানালেও শুভেন্দুর কথায়, ”আদালত আমাদের বক্তব্যকে অনেক ক্ষেত্রেই মান্যতা দিলেও রাজ্য নির্বাচন কমিশন আইন মেনে কাজ করছে না।” বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রয়েছে তাই ফের বৃহস্পতিবার নিজেদের সমস্যার বিষয় গুলি তারা আদালতের নজরে আনবেন বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর