হাজার কোটি পর্যন্ত পৌঁছাতে পারে খরচ! বাংলায় বিজেপির নির্বাচনী বাজেট বাড়ালেও হিসেবের রাশ কেন্দ্রের হাতেই

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ২০২৬ কে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি (BJP)। একুশের বিধানসভা ভোটের পর আগামী বছর বঙ্গে নির্বাচনী প্রচারের উপরে বিশেষ জোর দিতে চলেছে গেরুয়া শিবির। তার জন্য বাজেটও মোটা অঙ্কের ধরা হয়েছে বলে খবর। সাংগঠনিক এবং প্রচারের কাজে ৫০০ কোটিরও বেশি বাজেট ধরা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে বিজেপির অন্দরের খবর, দলের কেউকেটাদের প্রচার খরচ এর মধ্যে যোগ করলে তা হাজার কোটিতেও পৌঁছে যেতে পারে। তবে এই সমগ্র ব্যয় খরচের হিসাব বঙ্গ বিজেপির (BJP) নেতাদের হাতে নয়, বরং নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় নেতাদের হাতে।

ছাব্বিশের নির্বাচনে বাজেট বৃদ্ধি বিজেপির (BJP)

জানা যাচ্ছে, বাংলায় একুশের বিধানসভা ভোটে ১০০ কোটির কিছু বেশি টাকা খরচ হয়েছিল বিজেপির। সেখান থেকে এবার একলাফে খরচ বাড়ছে কয়েক গুণ। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় অর্থেই আসে এই তহবিল। তবে নির্বাচনী প্রচারে কোথায় কীভাবে খরচ করা হবে, কোন বিধানসভায় কত খরচ হবে পুরো নিয়ন্ত্রণ থাকছে কেন্দ্রীয় নেতাদের হাতেই। শোনা যাচ্ছে, নির্বাচন চলাকালীন এ রাজ্যে থাকবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রচার এবং সাংগঠনিক কাজে কোথায় কী খরচ হবে তা তাঁর অনুমোদন মাফিক হবে বলে জানা যাচ্ছে।

BJP to increase budget for west Bengal assembly election

আলাদা ভাবে বাজেট কিছু কেন্দ্রে: এও শোনা যাচ্ছে, যে আসনগুলিকে ‘জয়ের লক্ষ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলির ক্ষেত্রে প্রায় দ্বিগুণ ব্যয় ধরা হয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর, সভা থেকে হাইপ্রোফাইল নেতাদের পাঁচতারা হোটেলে থাকার খরচ এই বাজেটে যুক্ত হচ্ছে না বলেই খবর। সেগুলির খরচ আলাদা ভাবে বহন করে কেন্দ্র।

আরও পড়ুন : ‘রামকে কোনোকালেই পছন্দ নয়’, হনুমানের পর রঘুনন্দনকে কটাক্ষ, বড়সড় বিপাকে রাজামৌলি

নতুন কমিটির ঘোষণা রাজ্য কমিটির: প্রসঙ্গত, আগামী ২২ নভেম্বরের মধ্যে বঙ্গ বিজেপির (BJP) নতুন রাজ্য কমিটির ঘোষণাও হতে পারে বলে জানা যাচ্ছে। অনেক পুরনো নেতাদের যেমন দেখা যাবে, তেমনই বর্তমান রাজ্য কমিটি থেকেও বাদ পড়ছেন অনেকে। গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে সায়ন্তন বসু, রীতেশ তেওয়ারি, রাজকমল পাঠক, রাজু বন্দ্যোপাধ্যায়দের।

আরও পড়ুন : নভেম্বরেই ইন্টারভিউ, তালিকা প্রকাশের পরেই বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন

উল্লেখ্য, এসআইআর এর পর ছাব্বিশে প্রথম নির্বাচন হবে এ রাজ্যে। এই ভোটের দিকে তাকিয়ে অনেকদিন ধরেই কোমর বাঁধছে বিজেপি। এবার এক ধাক্কায় গেরুয়া শিবিরের বাজেট বৃদ্ধি নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।