লক্ষ্য বিধানসভা নির্বাচন, রাজ্য কমিটিতে নতুন মুখ আনতে নয়া কৌশল বিজেপির

বাংলা হান্ট ডেস্ক :  21 বিধানসভা নির্বাচনকে টার্গেট করেই একদিকে যেমন রাজ্য শাসক শিবির এগোতে চাইছে ঠিক তেমনই কোনও কদম পিছে নেই বিজেপি। বিধানসভা উপনির্বাচনে যে ভাবে বিজেপির ফলাফল একেবারে দুর্ভাগ্যজনক হয়েছে তাই বিধানসভা নির্বাচনে কোনো রকম খামতি রাখতে চাইছে না বিজেপি শীর্ষ নেতৃত্বরা তাই তো এ বার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে সেলিব্রিটিদের দলে টানার কৌশল নিচ্ছে বিজেপি।

যেহেতু কয়েক মাস আগেই টলিউডের এক ঝাঁক তারকা গেরুয়া বাহিনীতে যোগ দিয়েছে তাই আবারও আরও বড়সড় যোগাযোগ নিয়েও কিন্তু তৈরি হচ্ছে গেরুয়া শিবির। শুধুমাত্র তারকারাই নন খেলোয়াড় সঙ্গীত জগতের বিশিষ্ট জনেদের নিয়ে বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপি।bjp ed

যেহেতু তারকাদের নিয়ে এগিয়ে চলেছে তৃণমূল তাই এবার বিজেপিও সেই কৌশল অবলম্বন করতে চলেছে। বাংলার মসনদ দখলের লড়াই নিয়ে জোর তোড়জোড় শুরু হয়েছে বিজেপির তরফে। যদিও ইতিমধ্যেই কুমার শানুও পিসি সরকার বাপি লাহিড়ি মৌসুমী চট্টোপাধ্যায়ের মতো বিশিষ্ট জনেরা বিজেপিতে যোগ দিয়েছেন কিন্তু তাদের মধ্যে রূপা গঙ্গোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায়রা কয়েক কদম এগিয়ে রয়েছেন।এমনকী

লোকসভা নির্বাচনেও দিল্লিতে বিজেপির তরফ থেকে একাধিক তারকারা দলে যোগ দিয়েছেন এবং সাংসদ হয়েছেন তাই এ বার রাজ্যে যাতে সেলিব্রিটিদের নামানো যায় এবং টিকিট দিয়ে নির্বাচনের লড়াই করা যায় সেক্ষেত্রে চেষ্টা চালাচ্ছে বিজেপি। এমনিতেই শাসক শিবিরের দেব নুসরত মিমি এবং শতাব্দী রায়ের মতো অন্যান্য সাংসদরা রাজত্ব করছেন তাই সেই কৌশল অবলম্বন করতে চাইছে বিজেপি।

সম্পর্কিত খবর