বাংলাহান্ট ডেস্কঃ ভবানীপুরে (bhawanipore) উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রতীক্ষার পর এবার কিছুটা হলেও স্বস্তি পেল তৃণমূল বাহিনী। কিন্তু এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)।
শুধুমাত্র ভবানীপুরে নির্বাচন করানোর বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি অসন্তোষ প্রকাশ থেকে শুরু করে, উত্তরাখণ্ডের উদাহরণ টেনে এনে, মমতা ব্যানার্জীর বিরুদ্ধে কোনভাবেই ‘হালকা’ প্রতিদ্বন্দ্বী না দেওয়ার হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘হোমগ্রাউন্ড’ অর্থাৎ ভবানীপুরেও নন্দীগ্রামের ঘটনার পুনরাবৃত্তি ছক কষছে বিজেপি, এমনটাই আভাস দিলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখার জন্য কোনমতেই মমতা ব্যানার্জীর জন্য সূচাগ্র মেদিনী ছাড়তেও যে নারাজ গেরুয়া শিবির, এদিন দিলীপ ঘোষ তা স্পষ্ট ভাবেই জানিয়ে দেন।
পাশাপাশি শুধুমাত্র ভবানীপুরে উপনির্বাচন করানোর বিষয়ে নির্বাচন কমিশনের প্রতিও অসন্তোষ প্রকাশ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে বহাল রাখার জন্য, শুধুমাত্র একটি কেন্দ্রে নির্বাচন করানোটা কখনই কমিশনের কাজের মধ্যে পড়ে না। কয়েক মাস আগেই উপনির্বাচন না হওয়ায় কারণে উত্তরাখণ্ডের বিজেপি-র মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াতকে তাঁর পদ ত্যাগ করতে হয়েছিল। কিন্তু বাংলার ক্ষেত্রে প্রভাব খাটিয়ে উপনির্বাচন করাতে মরিয়া হয়ে যান মমতা ব্যানার্জী’।
দিলীপ ঘোষ আরও বলেন, নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরেছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার ভবানীপুরেও সমানে সমানে লড়াই হবে। এই বিষয়ে দ্রুতই কিছু সিদ্ধান্ত নেবে দল’। জানা গিয়েছে, ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই ৪ জনের নাম ভেবেছে বিজেপি শিবির। সোমবার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে, দিল্লীতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নাম পাঠানো হবে।