লোকসভা ভোটে গেরুয়া ঝড়ে উড়ে যাবে তৃণমূল! বাংলায় একনম্বর দল হবে BJP, দাবি পিকের

বাংলা হান্ট ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট (Loksabha Vote)। সব শিবিরেই এখন প্রস্তুতি তুঙ্গে। কারও কাছে ক্ষমতা ধরে রাখার লড়াই আর কারও কাছে ছিনিয়ে নেওয়ার। ২০২৪ লোকসভা ভোটে বাংলায় ভালো ফল করতে চলছে বিজেপি (BJP)। হাওয়া বদলাচ্ছে, এমনই তথ্য উঠে এসেছে একাধিক সমীক্ষায়। নির্বাচন ঘোষণার আগে এই একই কথা উঠে এসেছিল ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kisore) ভবিষ্যদ্বাণীতে। পিকে বলেছিলেন এবার বাংলায় গেরুয়া শিবির আগেরবারের থেকে ভাল ফল করবে। আর এবার ভোটের ঠিক আগে আরও এক ধাপ এগিয়ে প্রশান্ত বললেন, বাংলায় একনম্বর দল হবে বিজেপি।

সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাতকারে কোন রাজ্যে বিজেপি কেমন ফল করতে পারে সেই অঙ্ক কষেন পিকে। সেই সাক্ষাতকারেই পিকে বলেছেন, তেলেঙ্গানায় বিজেপি প্রথম না দ্বিতীয় হবে সেটা কোনো বড় ফ্যাক্টর নয়। তবে ওড়িশায় প্রথম হবে বিজেপি। এর পরই ভোট কুশলীরে ভবিষ্যদ্বাণী,
বাংলাতেও এক নম্বর দল হবে বিজেপি। যদিও সবটাই সম্ভাবনা ময় বলেও মন্তব্য করেছেন তিনি।

পিকের মতে, বাংলায় এবার বিজেপি তৃণমূলের থেকে অধিক সম্ভাবনাময়। বাংলা থেকে বিজেপির পক্ষে আশ্চর্যজনক ফল হতে চলেছে বলেও মন্তব্য করেন পিকে। উল্লেখ্য, গত লোকসভা ভোটে বাংলায় ৪২টির মধ্যে ১৮টি আসন বিজেপিরে ঝুলিতে এসেছিল। গেরুয়া শিবিরের চেয়ে সামান্য বেশি ২০টি আসনে জয়ী হয়েছিল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।

এবারে যদি শতাংশের নিরিখে দেখা যায় তাহলে বিজেপি পেয়েছিল ৪০ শতাংশ ভোট। তৃণমূল পেয়েছিল প্রায় ৪৩ শতাংশ ভোট। তবে এবার সেই খেলা ঘুরবে। এবার রীতিমতো ছক্কা হাকাতে পারে বিজেপি। এমনটাই মত পিকের।

Trinamool Congress candidate quits party showing anger to Prashant Kishor and Mamata Banerjee

আরও পড়ুন: আজ ৪০-৫০ কিমি বেগে ঝড় দক্ষিণবঙ্গে! আরও কমবে তাপমাত্রাও: এক নজরে আবহাওয়ার খবর

গত মার্চ মাসে অমিত শাহ বলেছিলেন, বাংলায় ৪২ টি আসনের মধ্যে ২৫টির বেশি আসনে জয়ী হবে। গত লোকসভা নির্বাচনেও বিজেপির ভোট লাফিয়ে বেড়েছিল বাংলায়। এবারেও যদি সেই প্রবণতা দেখা যায় তাহলে নিঃসন্দেহে বিজেপির জয় নিশ্চিত। তবে সবটাই সম্ভাবনা ময়। বঙ্গে পদ্ম না জোড়া, কোন ফুলের জোর বেশি তা জানা যাবে আগামী ৪ জুন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর