বাংলাহান্ট ডেস্ক : ডিসেম্বরের আতঙ্ক এবার শোনা গেল মুখ্যমন্ত্রীর গলাতেও। গত কয়েক মাস ধরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অনবরত বলে চলেছেন, ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার পড়ে যাবে। শুভেন্দুর সেই সুর শোনা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও। এর পরই বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় আশঙ্কাপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা যাচ্ছে, এদিন ক্যাবিনেট বৈঠকে (Cabinet Meeting) মন্ত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা এলাকায় থাকুন। জনপ্রতিনিধিদেরকেও এলাকায় থাকতে বলুন। বিজেপি (BJP) নভেম্বর-ডিসেম্বর মাসে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষে ইন্ধন জোগাতে পারে।’ মুখ্যমন্ত্রী এও বলেছেন, পুলিসকে আরও নাকা চেকিং বাড়াতে হবে। যাতে কোনও ধরনের ছোটখাট ঘটনাও না ঘটে।
সম্প্রতি মোমিনপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে অগ্নিগর্ভ হয়েছিল কলকাতার রাজনীতি। প্রশাসন দ্রুত পদক্ষেপ করায় হিংসা ছড়িয়ে পড়তে পারেনি। কিন্তু শাসক দলের অভিযোগ, মোমিনপুরে যা ঘটেছিল তাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা করেছিল গেরুয়া শিবিরের আইটি সেল। মুখ্যমন্ত্রী এদিন বলে দেন, ‘প্রশাসন যা নজর রাখার রাখছে। কিন্তু শুধু তা দিয়েই হবে না। মন্ত্রিসভার সদস্য ও জনপ্রতিনিধিদেরও বাড়তি ভূমিকা নিতে হবে বাংলার শান্তি ও সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখতে।’
পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন, অনেক মন্ত্রী ও বিধায়ক সারা বছর এলাকার কোনও খোঁজই রাখেন না। ফলে কোথায় কী হচ্ছে তাঁদের কাছে কোনও রিপোর্ট থাকে না। মাটি ও মানুষের সঙ্গে সেই বিচ্ছিন্নতাকে কাটানোর ব্যাপারে এদিন কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এলাকায় পুলিস ও জনপ্রতিনিধিদের মধ্যে যাতে সমন্বয় থাকে তাও এদিন মন্ত্রিসভার বৈঠকে পইপই করে বলেছেন মুখ্যমন্ত্রী। মমতার এই মন্তব্যের পর বিজেপি দলগত ভাবে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি বলেই খবর।