আগামী লোকসভায় ২০০ পার করতে পারবে না BJP, জোর গলায় দাবি মমতার

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। শাসক থেকে বিরোধী সকলের নজর এখন সেদিকেই। আগামী লোকসভা নির্বাচনে কোনো মতেই ক্ষমতায় আসতে পারবেনা বিজেপি। এই দাবি আগেও বহুবার জানিয়ে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এবার আর ভবিষ্যতবাণী নয়, আরও এক ধাপ এগিয়ে বাংলার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, চব্বিশের লোকসভা নির্বাচনে সারা দেশে ২০০ আসনও পাবে না বিজেপি (BJP)।

প্রসঙ্গত, বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ‘২০২১ সালে বাংলায় এসে ওরা বলেছিল, আব কি বার ২০০ পার। এবার তো লোকসভা নির্বাচনেই ২০০ পার করতে পারবে না। কোন ম্যাজিশিয়ান এসে করবে? ইডি, সিবিআই অফিসারদের দিয়ে করবে?’ এদিন কেন্দ্রীয় এজেন্সির ভূমিকায়ও প্রশ্ন তোলেন মমতা।

ইডি, সিবিআইয়ের ভূমিকা যে মুখ্যমন্ত্রী রুষ্ঠ সেকথাও সাফ ধরা দিল মুখ্যমন্ত্রীর কথায়। লাগাতার তৃণমূলের একাধিক বিধায়ককে টার্গেট ও গ্রেফতারের ঘটনা আসলে বিজেপির ওপর মহলের কথাতেই হচ্ছে বলে অনুমান তার। মমতা বলেন, ‘আমার তৃণমূল পরিবারের সবাইকে গ্রেফতার করুন। কিন্তু আমি ঝুঁকব না। আমি ওদের একটা কথাই বলতে চাই। ক্ষমতা ক্ষণস্থায়ী। কিন্তু গণতন্ত্র-সংবিধান এত ঠুনকো নয়।’

পাশাপাশি এই নিয়ে একটি সামাজিক মাধ্যমের ভূমিকায় ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বলেন, “বিজেপি ভুয়ো ভিডিও ছড়ায়। আর রাজ্য সরকার তা সরাতে বললে ওই সামাজিক মাধ্যম তিনদিন সময় লাগিয়ে দেয়। এসবও কেন্দ্রের চাল।” সাথেই তার সংযোজন, ‘ওরা (বিজেপি) টাকার খেলায় চ্যাম্পিয়ন। ওদের কাজই হল টাকা দিয়ে ক্ষমতা দখল করা।’

mamata banerjee

তার মতে ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় এজেন্সি গুলির অপব্যাবহার করছে কেন্দ্রের মোদী সরকার। মুখ্যমন্ত্রী বলেন এর জবাব ভোটযন্ত্রেই দেবে দেশবাসী। তবে এরজন্য বিরোধীদের একজোট হওয়া দরকার। যদিও এখনও তেমন কোনো চিত্র উঠে আসছে না। এই প্রসঙ্গ উঠলে মমতা বলেন, “আমি তা মনে করি না। বিরোধীদের মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত আলোচনা চলছে। সংসদেও তাদের দেখা হচ্ছে। এখন বেশি কথা না বলাই শ্রেয়। সময় এলেই এই জোট টর্নেডোর ভূমিকা পালন করবে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর