বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচন (Lok Sabha Election) শিয়রে। ইতিমধ্যে সর্বভারতীয় স্তরে রাজনৈতিক দলগুলি তাদের নিজ নিজ ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে। নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিজয়রথ আটকাতে এক ছাদের তলায় এসে জমা হয়েছে কংগ্রেস সহ বিভিন্ন বিজেপি (BJP) বিরোধী দলগুলি। যদিও পদ্মশিবির তৃতীয়বারের জন্য আসন জয়ের বিষয়ে ভালোরকম আত্মবিশ্বাসী। আর এবার এই একই দাবি করলেন রাহুল (Rahul Gandhi) ঘনিষ্ঠ কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা (Shyam Pitroda)।
এইদিন এক সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, অবিলম্বে যদি EVM সমস্যার সমাধান না করা হয়, তাহলে ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি ৪০০-র বেশি আসনে জয়ী হবে। আসলে এই একটা বিষয়ে একাধিকবার সরব হয়েছে বিরোধী দলগুলি। বারংবার অভিযোগ উঠেছে ইভিএম হ্যাকের। যদিও নির্বাচন কমিশনের দাবি, ইভিএম হ্যাক করা যায়না। বারংবার তার প্রমাণ দিলেও বিরোধীরা তা মানতে নারাজ।
উল্লেখ্য, ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় দেখার পর ফের একবার মাথা চাড়া দিয়ে উঠেছে ইভিএম বিতর্ক। কংগ্রেস সহ সমাজবাদী, তৃণমূলের মত তাবড় বিরোধী দলগুলির দাবি ইভিএম বাতিল করে ফিরিয়ে আনা হোক ব্যালট ভোট। আর যদি তা একান্তই না করা যায় তাহলে ভোটারদের হাতে ভিভিপ্যাট স্লিপ দেওয়া হোক। যাতে ভোটাররা দেখতে পারেন যে তাদের ভোট সঠিক জায়গায় পড়েছে কি না!
আরও পড়ুন : এইদিন খুলবে আবু ধাবির প্রথম হিন্দু মন্দিরের দরজা, উদ্বোধনের জন্য ডাক পেলেন নরেন্দ্র মোদী
এইদিন ইভিএম নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্যাম বলেন, ‘এই বিষয়ে আমি নির্বাচন কমিশনের জবাবের অপেক্ষা করছিলাম। তবে যখন এই নিয়ে কমিশন কোনও বাক্যব্যয় করল না, তখন আমাকেই মুখ খুলতে হচ্ছে। পাঁচ রাজ্যের ভোট হয়েছে এবং ২০২৪ সালে লোকসভা ভোট হবে বলে আমি এখন এই কথা বলছি না।’ সেই সাথে রাম মন্দির নিয়ে করা মন্তব্য নিয়েও মুখ খুললেন তিনি।
আরও পড়ুন : ‘কালীঘাটের কাকু’র সঙ্গে যোগসূত্র? Merlin Group-র চেয়ারম্যান সুশীল মোহতার বাড়িতে ED-র হানা, মিলছে বড় খবর
সম্প্রতি স্যাম পিত্রোদার একটি উদ্ধৃতি ব্যপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইনস্ট্রিম মিডিয়ায়। মিডিয়ার দাবি ছিল, স্যাম বলেছেন, ‘গোটা দেশ যেভাবে রামমন্দির নিয়ে মেতে উঠেছে, তাতে আমি উদ্বিগ্ন।’ এইদিন সাক্ষাৎকারে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ এই কংগ্রেস নেতা বলেন, তার মন্তব্যকে বিকৃত করা হয়েছে। তিনি নাকি বলেছিলেন, ধর্ম অত্যন্ত ব্যক্তিগত একটি বিষয় এবং এর সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দেওয়া উচিত নয়।