শুরুতেই হেরে ভূত ‘I.N.D.I.A’ জোট! চন্ডীগড়ে আপ-কংগ্রেসকে নাকানি-চোবানি খাওয়ালো BJP

বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেস এবং আপ জোট করেও নিট ফল শুন্য। চন্ডীগড়ে মেয়র পদের নির্বাচনে (Chandigarh Mayoral Polls) ইন্ডিয়া জোটকে (INDIA Alliance) গো হারা হারিয়ে বিরাট জয় পেল ভারতীয় জনতা পার্টি (BJP)। লোকসভার আগে বিরোধীদের চিন্তায় ফেলে জয়ের আনন্দে গেরুয়া শিবির। যদিও এই নির্বাচনের ফলাফল নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

বিজেপি দমনে জোট বেঁধে ভোটের ময়দানে নেমেছিল কংগ্রেস ও আপ (AAP-Congress)। এই ভোটে কংগ্রেস ও আপের মধ্য়ে আসন সমঝোতা হয়েছিল। তবে সব প্ল্যানিং বিফলে। ছক্কা হাঁকালো বিজেপি। আম আদমি পার্টির কুলদীপ কুমারকে পরাজিত করে চন্ডীগড়ে মেয়র পদের ভোটে জয়লাভ করেছে বিজেপির মনোজ সোঙ্কার।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, পুরপ্রতিনিধিদের ভোটে প্রথমে বেশ কিছুটা এগিয়ে ছিল কংগ্রেস এবং আপের জোট। মোট ৩৬টি বৈধ ভোটের মধ্যে তাদের ঝুলিতে গিয়েছিল ২০টি। এদিকে বিজেপির পেয়েছিল ১৬টি ভোট। এদিকে জোটপ্রার্থীর পাওয়া আটটি ভোটকে পরে বাতিল বলে ঘোষণা করা হয়। ফলে স্বাভাবিকভাবেই ১৬টি ভোট পেয়ে অনায়াসেই জোটকে হারিয়ে জয়লাভ করে বিজেপি।

তবে ভোট বাতিলের ঘটনায় শোরগোল পড়ে যায় পুরনিগমে। শুরু হয় রাজনৈতিক তরজা। বিজেপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সরব হন কংগ্রেস ও আপের পুরপ্রতিনিধিরা। জোটের দাবি, সোজা পথে জয়লাভ করতে না পেরে এসব কৌশল করছে বিজেপি। এই প্রসঙ্গে দিল্লির মুখ্য়মন্ত্রী আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে তোপ দেগে বলেন, মেয়র পদের নির্বাচনেই এই মানুষগুলো যদি এতটা নীচে নামতে পারে তবে জাতীয় স্তরের ভোটের এরা কী করবে জানা নেই।

ggggc

আরও পড়ুন: চক্ষুশূল মমতা! বাংলার মুখ্যমন্ত্রীকে INDIA জোটের কো-অর্ডিনেটর মানতে না পেরেই জোট ছাড়েন নীতীশ

প্রসঙ্গত, আসন্ন লোকসভা ভোটে বিরোধী জোটের দলগুলির মধ্যেই আসন সমঝোতা নিয়ে ক্রমশ্যই জটিল হচ্ছে পরিস্থিতি। পাঞ্জাবে লোকসভা ভোটে আপ ও কংগ্রেসের মধ্যে জোট হবে কি না, সেই বিষয় এখনও স্পষ্ট নয়। তবে পুরনিগমের ভোটে আপ ও কংগ্রেসের জোট নিয়ে যথেষ্টই প্রত্যাশা ছিল বিরোধী শিবিরে। যদিও সবটাই জলে গেল। ওদিকে লোকসভার আগে বিজেপির এই জয় নিঃসন্দেহে গেরুয়া শিবিরকে বাড়তি অক্সিজেন যোগাবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর