বাংলা হান্ট ডেস্ক: টাইগার রাজা সিংয়ের (Tiger Raja Singh) সাসপেনশন রাতারাতি প্রত্যাহার করে নিল বিজেপি (BJP)। নবি হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গত বছরের অগাস্ট মাসে তেলেঙ্গানার (Telangana) এই বিজেপি নেতাকে সাসপেন্ড করেছিল গেরুয়া শিবির। আর সেই সাসপেনশন তুলে রাতারাতি তেলেঙ্গনার বিধানসভা ভোটে তাঁকে টিকিট দিল বিজেপি।
উল্লেখ্য, নূপুর শর্মার (Nupur Sharma) মন্তব্য নিয়ে যখন বিতর্ক তুঙ্গে ওঠে, সেই সময় নূপুরের পাশে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করেন টাইগার। ২০২২ সালের ওই মন্তব্যের জেরে বিতর্ক আরও চরমে ওঠে। যার জেরে টাইগার রাজা সিং-কে সাসপেন্ড করতে বাধ্য হয় গেরুয়া শিবির। সেই সময় যদিও বিরোধীরা বলেছিলেন সেই সাসপেনশন ছিল নামমাত্র। আর সেটাই এবার প্রমাণিত হল। বিধানসভা ভোটে তাঁকে প্রার্থীও করল বিজেপি।
প্রথমে সাসপেনশন প্রত্যাহার করা হয়, আর তারপরই কয়েক ঘণ্টা পরই টাইগার রাজা সিংকে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের প্রার্থী করার কথা ঘোষণা করেছে বিজেপি। উল্লেখ্য, তেলেঙ্গানায় বিজেপির অন্যতম বড় মুখ টাইগার। বিধানসভা ভোটে (Telangana Assembly Election) তাঁকে যে দলের দরকার, সে কথা দলের তাবড় তাবড় নেতাদের জানা। আর সেই কারণেই সম্ভবত রাতারাতি সাসপেনশন প্রত্যাহার করে টাইগার রাজাকে প্রার্থী করল গেরুয়া শিবির।
কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির তরফে জানানো হয়েছে, টাইগারের প্রতিক্রিয়া কমিটি বিবেচনা করেছে। তারপরই তার উত্তরের ভিত্তিতে শৃঙ্খলা কমিটি অবিলম্বে তাঁর সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ২০১৮ সালে তেলেঙ্গানার গোশামহল কেন্দ্রটি জিতেছিল বিজেপি, ওই আসনে প্রার্থী ছিলেন টাইগার রাজা।