বিজেপির মহিলা মোর্চা বাংলায় বিলি করল ৫০ হাজার মাস্ক , রাহুলও এগিয়ে এলেন কাজে

বাংলাহান্ট ডেস্কঃ বাংলা করোনাভাইরাস থেকে মুক্ত নয়। বাংলার সমস্ত রাজনৈতিক দলগুলি এক হয়ে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য এগিয়ে এসেছে। এই অবস্থায় রাজ্য বিজেপি (BJP) মাস্ক বিলির উদ্যোগ নিল। বিজেপির মহিলা মোর্চার তৈরি করা মাস্ক জেলা ও মণ্ডল স্তরে বিলি করল রাজ্য বিজেপি। মহিলা মোর্চার সভানেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chattopadhyay) করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই বার্তা দিয়েছেন। এ কাজে পাশে পেয়েছেন রাহুল সিনহাকেও।

coronavirus test tube reuters 1583766881তিনি বলেন, যখনই দেশ কোনও সমস্যার সম্মুখীন হয়েছেন তখন এগিয়ে এসেছেন মহিলারাও। সেইমতো বিজেপির মহিলা মোর্চার কর্মীরা করোনা মোকাবিলা অসাধারণ কাজ করছে। তিনি সমাজের সমস্ত মহিলাদেরই অনুরোধ করেছেন মাস্ক (mask) তৈরি করে বিপর্যয়ে সহায়তা করতে। তিনি জানিয়েছেন, ঘরে ঘরে মাস্ক তৈরি করুন। সেই মাস্কই প্রাথমিকভাবে বিপর্যয় আটকাতে সহায়তা করবে। সবাই যদি এগিয়ে আসেন, তবে চাহিদাও কমবে। বাড়ির মানুষেরা সুরক্ষিতও থাকতে পারবেন।

corona virus 2 1

দলের তরফে সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, করোনার বিরুদ্ধে দেশজোড়া লড়াইয়ে দলের সঙ্গে রয়েছে মহিলা সদস্যরাও। যখনই দেশ কোনও সমস্যার সম্মুখীন হয়েছে তখনই এগিয়ে এসেছেন মহিলারা। দলের মহিলা মোর্চার কর্মীরা করোনা মোকাবিলায় অসাধারণ কাজ করছে। সমাজের সব মহিলাদেরই অনুরোধ ঘরের কাজ করে যদি মাস্ক তৈরি করা যায় তাহলে এই বিপর্যয়ে তা বিরাট সহায়ক হবে।

mask 3

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতা রাহুল সিনহাও (Rahul sinha) ঘরে মাস্ক তৈরি করছেন। তাঁর স্রীপি মাস্ক বানাচ্ছেন। প্রতিদিন ১০টি করে মাস্ক বানানোর পরিকল্পনা গ্রহণ করেছেন তাঁরা। রাহুল তাঁকে সাহায্য করছেন। তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার নির্দেশ মেনে ঘরে বসে মাস্ক তৈরি করছি। সাধারণ মানুষের মধ্যে বিলি করার উদ্দেশ্যেই এই মাস্ক তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি ও তাঁর স্ত্রী।


সম্পর্কিত খবর