বাংলাহান্ট ডেস্ক : হরিনাম সংকীর্তন করতে হবে। এই বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীকে (TMCP worker) খুনের (Murdered) অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর (BJP worker) বিরুদ্ধে। জানা যাচ্ছে কীর্তনে খোল বাজাতে হবে বলে ডেকে নিয়ে যাওয়া হয় ওই তৃণমূল কর্মীকে। তারপর তাঁর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে।
কালনা থানার বৈদ্যপুর আটগাছিয়ার বুড়ো শিবতলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সূত্র মারফত জানা যাচ্ছে মৃত তৃণমূল কর্মীর নাম দয়াল হাজরা। অভিযুক্ত বিজেপি কর্মীর নাম কৃষ্ণচন্দ্র হাতি। গতকাল সন্ধেয় পাড়ার কীর্তনে খোল বাজাতে হবে বলে দয়ালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কৃষ্ণচন্দ্র।
স্থানীয় সূত্র জানা যাচ্ছে, এরপর বিড়ি খেতে যাওয়ার নাম করে দয়ালকে নিয়ে যাওয়া হয় জঙ্গলের দিকে। সেখানেই দয়ালের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে। দয়ালের গোঙানির আওয়াজ পেয়েই ছুটে আসেন তাঁর দলের লোকজন। তাঁদের অভিযোগ, তখনই তাঁরা কৃষ্ণ চন্দ্রকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।
অভিযুক্তকে গাছে বেঁধে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। বৈদ্যপুরের আটকেটিয়া গ্রামের দয়াল হাজরা ভাল খোল বাজাতে পারতেন। দীর্ঘদিন ধরে তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। পরিবারের অভিযোগ বিধানসভা ভোটের আগে থেকেই তাঁকে খুনের হুমকি দিচ্ছিল ওই গ্রামেরই বিজেপি কর্মী কৃষ্ণ চন্দ্র হাতি।
এলাকার তৃণমূল কর্মীদের অভিযোগের ভিত্তিতে বিজেপি কর্মী কৃষ্ণ চন্দ্র হাতিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।