বড় ঘোষণা বিজেপির ! রাষ্ট্রীয় স্তরে বড় পদ দেওয়া হল মুকুল রায় ও অনুপম হাজরাকে

   

বাংলাহান্ট ডেস্ক: একুশের নির্বাচনকে টার্গেট করে দলে বড়সড় পরিবর্তন আনল বিজেপি (Bharatiya Janata Party)। বদলে গেল মুকুল রায় (mukul roy) সহ আরও দুজনের দলে অবস্থান। সেই সঙ্গে মুকুল রায়কে ঘিরে সব জল্পনার অবসানও ঘটল। ২০১৭ সালে শাসক দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করার পর, এটাই বড় পরিবর্তন হল বিজেপিতে।

মুকুল রায়ের সঙ্গে বাংলায় রাজনৈতিক শিবিরে পরিবর্তন ঘটিয়েছিল নিশীথ প্রামাণিক, সৌমিত্র খাঁ, অনুপম হাজরা, অর্জুন সিং এবং খগেন মূর্মূরাও। মুকুল রায়ের কথায় সকলে তৃণমূল ছাড়লেও অনুপম হাজরা ছাড়া সকলেই বিজেপিকে সাফল্য এনে দিয়েছিল।

bjp 42

গঠিত বিজেপির নতুন দল
একুশের সভাকে পাখির চোখ করে এগিয়ে যাওয়া বিজেপিতে নতুন পদে দায়িত্ব অর্পন করা হল। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদে স্থান পেলেন মুকুল রায়, অনুপম হাজরা হলেন সর্বভারতীয় সম্পাদক। সেই সঙ্গে বিজেপির জাতীয় মুখপাত্র হলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা। একই সঙ্গে রাজনৈতিক স্তরে মুকুল রায়কে গুরুত্ব দিয়ে রাজনীতির অন্দরে তাকে ঘিরে ওঠা নানান প্রশ্নের অবসানও হল।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর