বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ BJP-র ‘বেস্ট পারফর্মিং স্টেট’ হতে চলেছে, এমন দাবি করেছিলেন খোদ প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে এই রাজ্যে ৩৫ আসনের টার্গেটের কথা বলেছিল গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। তবে পরে সেই ‘লক্ষ্য’ কমিয়ে ৩০ হয়। তবে মঙ্গলবার ফলপ্রকাশের পর দেখা যায়, ৩০ তো দূর, তার অর্ধেক আসনও পায়নি BJP। উনিশের ভোটে ১৮টি আসনে পদ্ম ফুটলেও, এবার মাত্র ১২টিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে গেরুয়া শিবিরকে। কেন লক্ষ্য পূরণ হল না? এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
গতকাল ফলাফল প্রকাশের পর সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের BJP বিধায়ক শুভেন্দু। সেখানে বাংলায় (West Bengal) গেরুয়া শিবিরের টার্গেট পূরণ না হওয়ার একাধিক কারণ তুলে ধরেন তিনি। সেই সঙ্গেই জানান, সামগ্রিকভাবে গোটা দেশে যা ফলাফল হয়েছে তাতে সন্তুষ্ট। পাশাপাশি এই রাজ্যের যে সকল মানুষ এবারের নির্বাচনে BJP-র ওপর আস্থা রেখেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতাও জাহির করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
গতকাল বাংলায় BJP-র প্রত্যাশা অনুযায়ী ফলাফল না হওয়ার কারণ হিসেবে বেশ কয়েকটি কারণ তুলে ধরেন শুভেন্দু। তবে মূল কারণ হিসেবে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের কথাই বলেন। BJP বিধায়ক স্বীকার করে নেন, ‘আমরা বাংলায় যে লক্ষ্যস্থির করেছিলাম, সেটা পাইনি। তবে এই নির্বাচনে আমরা শতকরা যত ভাগ ভোট পেয়েছি, তাতে খুশি। বাংলার বহু মানুষ BJP-র ওপর আস্থা রেখেছেন। তাঁদের কাছে ২০১৯ এবং ২০২১ সালে TMC-র বিকল্প শক্তি হিসেবে BJP স্বীকৃত ছিল এবং এখনও স্বীকৃতি পেয়েছে’।
আরও পড়ুনঃ নীতিশ-তেজস্বীই ঘুরিয়ে দেবে ‘খেলা’! একই বিমানে দিল্লি রওনা দুই নেতার, NDA-INDIA-র বাড়ল চিন্তা
শুভেন্দুর সংযোজন, ‘আমরা খেয়াল করেছি, ভয়-ভীতির পরিবেশ, কয়েক লক্ষ ভোটারকে আটকে দেওয়া, পুলিশি জুলুম, ভুয়ো মামলা এসব কারণ তো আছেই। মুখ্যমন্ত্রী সহ তাঁদের দলের নানান নেতারা প্রকাশ্যেই বলেছেন, TMC জিততে না পারলে নানান প্রকল্প বন্ধ করা দেওয়া হবে। উদাহরণ হিসেবে সাগরদিঘি উপনির্বাচনে TMC-র পরাজয়ের পর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের নজির রয়েছে। ওনারা বলেছেন, এই যে ১০০০-১২০০ টাকা পাচ্ছেন, সেগুলো বন্ধ করে দেব। গ্রামের মা-বোন, সাধারণ প্রান্তিক মানুষের মনে একটা ভয়ের সঞ্চার হয়েছিল’।
উল্লেখ্য, শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, গোটা দেশে সামগ্রিকভাবে BJP খানিকটা ধাক্কা খেয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি গেরুয়া শিবির। যে কারণে সরকার গড়ার জন্য এখন জোটের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে তাদের। এদিকে ২৩৪ আসনে জিতে চিন্তা বাড়িয়েছে INDIA জোট। শেষ অবধি জল কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে সকলে।