রমজানে ফের রক্তাক্ত আফগানিস্তান! মসজিদে আত্মঘাতী হামলায় মৃত অন্তত ৫০

বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠল আফগানিস্তান। রমজানের পবিত্র মাসেও ছাড় পেলেন না নিরীহ আফগান বাসীরা। শুক্রবার গভীর রাতে কাবুলের একটি মসজিদে ভয়ঙ্কর হামলার ফলে রক্তাক্ত হয় গোটা এলাকা। আপাতত পাওয়া খবর অনুযায়ী, 50 জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং জখম হয়েছেন প্রায় 78 জন আফগানবাসী।

বিস্ফোরণের কেন্দ্রস্থল কাবুলের পশ্চিমী অঞ্চলের অন্তর্গত খলিফা সাহেব মসজিদ। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে, গতকাল রাত 2 টার সময় ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এই হামলার পেছনে খোরসান ইসলামিক স্টেট নামক জঙ্গিগোষ্ঠী জড়িত রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

সূত্রের খবর, কাবুলের এই মসজিদটি হল সুন্নি সম্প্রদায়ের। গতকাল রমজানের পর ‘জিকর’ নামের একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে মসজিদের ভিতরে হাজির হন অসংখ্য মানুষ আর ঠিক এই সময়েই আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। যদিও এখনো মসজিদে বিস্ফোরণের ঘটনায় কোনো গোষ্ঠী তাদের দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানের নিরাপত্তা সংস্থার মতে, ইসলামিক স্টেট খোরাসানের মদতেই এই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। বলে রাখা ভালো, উক্ত জঙ্গিগোষ্ঠী আন্তর্জাতিক ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, বিগত বেশ কিছুদিন ধরেই দেশের বুকে একের পর এক আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। এখনো পর্যন্ত সকল হামলা মিলে প্রায় 100 জনের ওপর দেশবাসী মৃত্যুর কোলে ঢলে পড়েছে, যেখানে অসংখ্য মানুষ জখমও হন। তবে এতদিন পর্যন্ত শিয়া সম্প্রদায়ের মসজিদ গুলিকেই টার্গেট করত জঙ্গিগোষ্ঠী গুলি। তবে গতকালের ঘটনায় এটা পরিস্কার হলো যে, দেশের সুন্নি সম্প্রদায়ের মানুষও তাদের হাত থেকে আর সুরক্ষিত নয়।

ফলে এটা বলাই যায় যে, গত বছর তালিবানদের আফগানিস্তান দখলের পর থেকে এ সকল হামলা দিনের পর দিন বেড়েই চলেছে। এক্ষেত্রে তালিবান সরকার পরিস্থিতির মোকাবিলা করার ঘোষণা করলেও বাস্তবে তার প্রতিফলন ঘটতে দেখা যায়নি।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর