পাল্টে যাচ্ছে নিয়ম! এবার বছরে দু’বার হবে দশম শ্রেণির পরীক্ষা! পড়ুয়াদের জন্য বড় খবর

বাংলা হান্ট ডেস্কঃ দশম শ্রেণির বোর্ড পরীক্ষা (Board Exam) ঘিরে কমবেশি প্রত্যেক পরীক্ষার্থীরই একটা চাপা উত্তেজনা থাকে। প্রত্যেক পড়ুয়াই এই পরীক্ষায় নিজের সেরাটা দিতে চান। এবার এই দশম শ্রেণির পরীক্ষা নিয়েই নেওয়া হল বড় সিদ্ধান্ত। এবার থেকে বছরে দু’বার হবে দশম শ্রেণির পরীক্ষা। ছাত্রছাত্রীদের ওপর থেকে চাপ কমাতে এহেন সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই (CBSE) তথা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত (CBSE)!

দশম শ্রেণির পরীক্ষা যে বছরে দু’বার নেওয়া হতে পারে, সেই বিষয়ে গত জানুয়ারি মাসেই আভাস দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তিনি বলেছিলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বছরে দু’বার নেওয়া হবে। এদেশের পাশাপাশি সমগ্র বিশ্বে ছড়িয়ে থাকা এই বোর্ডের ২৬০টি বিদ্যালয়ে এই নিয়ম লাগু হবে।

জানা যাচ্ছে, সম্প্রতি এই বিষয়ে আলোচনার জন্য একটি বৈঠকে বসে কেন্দ্র। সেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পাশাপাশি ছিলেন সিবিএসই (CBSE) বোর্ডের কর্তারা। এছাড়াও এনসিইআরটি, এনভিএস এবং কেভিএসের সদস্যরাও ছিলেন। সেখানেই এই বিষয়ক ড্রাফট তৈরি করা হয়েছে বলে খবর। আগামী সোমবার তা প্রকাশ্যে আনা হবে। সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুনঃ ‘সাংসদ ছিলাম ঠিকই কিন্তু…’! এবার হুগলি ছাড়তে চাইছেন BJP-র লকেট? হঠাৎ কী হল?

এদিকে এই বৈঠক বিষয়ক তথ্য এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) প্রকাশ্যে এনেছে সিবিএসই। সেখানে জানানো হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিদেশি বিদ্যালয়ে সিবিএসই নয়া পাঠক্রম শুরুর পাশাপাশি বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Union Education Minister) ধর্মেন্দ্র প্রধানও।

CBSE class 10 exam

বছরে দু’বার সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি লিখেছেন, ‘সিবিএসই বোর্ডের পরীক্ষা বছরে দু’বার করার জন্য আমরা নতুন রণনীতি তৈরি করছি। ছাত্রছাত্রীদের ওপর যাতে বাড়তি চাপ না পড়ে, সেদিকে নজর রেখেই এই পরিকল্পনা করা হয়েছে। আমাদের লক্ষ্য হল ছাত্রছাত্রীরা চাপমুক্ত হয়ে শেখার দিকে বেশি মনোযোগ করুক’।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দশম শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে এই নতুন নীতি বোর্ডের (CBSE) পরীক্ষার ক্ষেত্রে একটি বড় সংশোধন। শিক্ষা মন্ত্রকের এক আধিকারিক এই বিষয়ে বলেন, পরীক্ষার চাপ কাটিয়ে ছাত্রছাত্রীরা যাতে শুধুমাত্র শেখার দিকে মনোযোগ দিতে পারে সেটাই আমাদের মূল উদ্দেশ্য।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর