শ্রেয়াস আইয়ারের মন্তব্যে বিপাকে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, উঠল স্বার্থ সংঘাতের অভিযোগ

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব। সেই ম্যাচে টসের পর ধারাভাষ্যকর সায়মন ডুয়েলের সঙ্গে কথোপকথনের সময় দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন, ” রিকি পন্টিং এবং সৌরভ গাঙ্গুলির মত দুই মহান ক্রিকেটারের কাছ থেকে পরামর্শ পাওয়ায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি।” আর শ্রেয়স আইয়ারের এই মন্তব্য ঘিরেই যাবতীয় বিতর্ক সৃষ্টি হয়েছে।

শ্রেয়স আইয়ারের এই মন্তব্য মোটেও ভাল চোখে দেখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএলের ফ্র্যাঞ্চাইজি গুলি। বোর্ডের বেশ কয়েকজন কর্তা দাবি করেছেন দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক শ্রেয়স আইয়ার সৌরভ গাঙ্গুলীর কথা উল্লেখ করে ফের স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলে দিয়েছেন।

গতবছর দিল্লি ক্যাপিটালস এর মেন্টরের ভূমিকায় ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। কিন্তু এই বছর তিনি কোনো ভাবেই যুক্ত নন দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। আর শ্রেয়স আইয়ার এই বছর সৌরভ গাঙ্গুলির অবদানের কথা উল্লেখ করেছেন। আর এতেই স্বার্থ সংঘাতের প্রশ্ন উঠে গিয়েছে।

109266330d3b425a0a34d416cf6882a7d637aefec302f015fcd6f1f6d471a1dea2386636b

আবার অনেকেই শ্রেয়স আইয়ারের এই বক্তব্যকে সমর্থন করে দাবি করেছেন একজন ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ার এমন মন্তব্য করতেই পারেন। তিনি সৌরভ গাঙ্গুলীর অবদানের কথা স্বীকার করতেই পারেন। তাবলে এই কথাটির আলাদা মানে বের করার কোন প্রশ্নই ওঠে না। এই বিষয়ে যাতে বেশি জল ঘোলা না হয় সেই জন্য বিসিসিআইকে দায়িত্ব নিতে বলা হয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর