বিদেশের মাটিতে উড়ল বাংলা ছবির জয়ধ্বজা, হাউজফুল সিডনি-নিউজিল্যান্ডে! ৫০ দিন পেরিয়েও অপ্রতিরোধ্য ‘বহুরূপী’

বাংলাহান্ট ডেস্ক : দেখতে দেখতে রিলিজের পর দেড় মাস কেটে গেল ‘বহুরূপী’র (Bohurupi)। কিন্তু প্রেক্ষাগৃহে ভিড় দেখে কে বলবে সেকথা! যেন দুদিন আগেই মুক্তি পেয়েছে ছবিটি। ৫০ দিন কাটিয়েও বহুরূপীর (Bohurupi) গতি ধীর হওয়ার লক্ষণ নেই রাজ্যের বিভিন্ন সিনেমা হলে এখনো তো চলছেই ছবিটি, উপরন্তু দেশের সীমানা পেরিয়ে বাইরের দেশেও এবার মুখ উজ্জ্বল করল বিক্রম-বড়বাবুরা।

বিদেশেও হাউজফুল হল বহুরূপীর (Bohurupi)

বাংলার বক্স অফিসে রেকর্ড গড়ে গোটা দেশে মুক্তি পেয়েছিল বহুরূপী (Bohurupi)। বিভিন্ন রাজ্যে বলিউড এবং দক্ষিণী ছবির সঙ্গে টক্কর দিয়ে ছাপ রেখে এসেছে শিবপ্রসাদ নন্দিতা জুটির এই ছবি। এবার বিদেশের মাটিতেও শোনা গেল বাংলা ছবির জয়জয়কার। সিডনি, মেলবোর্ন, নিউজিল্যান্ডে প্রেক্ষাগৃহ ভরে দর্শক দেখতে গেলেন বহুরূপী।

Bohurupi movie gets housefull even in foreign

বাংলায় এখনো ব্যবসা অব্যাহত ছবির: সিডনি থেকে নিউজিল্যান্ড, সব জায়গায় দুটি করে শো পেয়েছে বহুরূপী (Bohurupi)। আর প্রতিটিই হাউজফুল বলে তথ্য মিলেছে নির্মাতাদের তরফে। এদিকে কলকাতা এবং শহরতলীর বেশ কিছু জায়গায় মোট ৯৭ টি প্রেক্ষাগৃহে এখনো চলছে বহুরূপী (Bohurupi)। শিবপ্রসাদ জানান, রিলিজের পর সপ্তম সপ্তাহেও ৯৭ টি হলে চলছে ছবিটি। এর আগে তাঁদের কেরিয়ারে কোনো ছবিই এতদিন ধরে প্রেক্ষাগৃহে চলেনি।

আরও পড়ুন : মাত্র ১৯-এই বলিউড ডেবিউ, রাজকুমারী বেশে ভাইরাল ফটোশুটে মন কাড়লেন রবীনা-কন্যা

সিক্যুয়েলের আভাস শিবপ্রসাদের: দর্শক থেকে সমালোচক সকলেই ভূয়সী প্রশংসা করেছে বহুরূপীর (Bohurupi)। ইতিমধ্যেই ছবির সিক্যুয়েলের দাবিও উঠতে শুরু করেছে। অবশ্য শিবপ্রসাদ নন্দিতা জুটি গল্পের শেষে পার্ট টু এর ইঙ্গিত দিয়েই রেখেছিলেন। এবার দর্শকদের মধ্যেও জোরালো হয়েছে সিক্যুয়েল আনার দাবি। দর্শকদের প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আবির চট্টোপাধ্যায়কে ট্যাগ করেন শিবপ্রসাদ। সেই সঙ্গে উসকে দিয়েছেন সিক্যুয়েলের সম্ভাবনা।

আরও পড়ুন : হবুু শ্বশুরের বুকে মাথা রাখলেন ইউলিয়া! ৫০ পেরিয়ে কি তবে বিয়ের সানাই বাজবে সলমনের?

ছবির গল্পটি যে বাস্তব ঘটনার উপরে ভিত্তি করে তৈরি তা আগেই জানিয়েছিলেন শিবপ্রসাদ। এমনকি ছবির গান ‘ডাকাতিয়া বাঁশি’ও দারুণ জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাংলা ছবির বাজারে একটা বড় মাইলফলক তৈরি করেছে বহুরূপী। একই সঙ্গে সিক্যুয়েল নিয়েও বাড়িয়ে দিয়েছে প্রত্যাশা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর