হিরো নন, ভিলেনকে বিয়ে করেছেন জ্যোতি বসুর নাতনি। বলিউডের এই অভিনেতাকে চেনেন?

বাংলাহান্ট ডেস্ক : যারা নিয়মিত বলিউডের সিনেমা দেখেন তাদের হয়ত মনে রয়েছে শরদ কাপুরকে। ভিলেন হিসেবে একটা সময় বেশ কিছু ছবি করেছিলেন এই অভিনেতা। ১৯৯৬-এ পরিচালক মহেশ ভাটের ‘দস্তক’ ছবিতে সুস্মিতা সেনর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেন শরদ। তবে ফিল্ম ক্যারিয়ারের থেকেও, শরদ কাপুরকে মানুষ বেশি চেনেন তাঁর ব্যক্তিগত জীবনের জন্য।

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাতনি কোয়েল বসুকে বিয়ে করেছেন বলিউডের এই অভিনেতা। শরদ কাপুরের জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯৭৬ সালে। কলকাতার ছেলে তিনি। পরিবারের সাথে সিনেমা জগতের অবশ্য যোগাযোগ ছিল না। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার তৈরি করতে মরিয়া হয়ে উঠেছিলেন শরদ। সেই স্বপ্ন নিয়ে পাড়ি দেন মুম্বাই।

আরোও পড়ুন: ভয়ানক অবস্থা! মালদায় উদ্ধার যুবতীর বিবস্ত্র দেহ, ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের

পরিবারের সম্মতি নিয়েই কলকাতা থেকে মুম্বাই যান শরদ। সেখানে গিয়ে শুরু হয় তাঁর স্ট্রাগল। প্রায় ছয় মাস কাজের সন্ধানে তিনি ঘোরাঘুরি করেননি গোটা মুম্বাই। দীর্ঘ স্ট্রাগলের পর তিনি ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পান ‘স্বাভিমান’ ধারাবাহিকে। তারপর কলকাতার এই ছেলে নজরে পড়ে যান মহেশ ভাটের। এরপর  ‘দস্তক’ ছবিতে অভিনয়ের সুযোগ পান সুস্মিতা সেনের বিপরীতে।

108727775998347968178718944285978909268681o 2024 02 ef9b948a14c2bc97bab7d3c34892630c

এরপর প্রায় ৪৩ টি ছবিতে অভিনয় করলেও সেই ভাবে সফলতার মুখ দেখেননি তিনি। এরপর ২০০৮ সালে তিনি বিয়ে করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাতনি কোয়েল বসুক। বর্তমানে পরিবারের সাথে মুম্বাই থাকেন শরদ। সম্প্রতি ছিল এই অভিনেতার জন্মদিন। বহু বিখ্যাত মানুষ জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর