কালো বলে শুনেছেন কটাক্ষ! আজ ১৩০ কোটির মালকিন, ছবির মেয়েটি কোন বলিউড নায়িকা জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ একসময় বলা হতো, বলিউডে (Bollywood) শুধুমাত্র ফর্সা এবং সুন্দরী নায়িকারাই সফল হন। তবে একথা যে একেবারেই সত্যি নয় তা এখন প্রমাণ হয়ে গিয়েছে। রূপ কিংবা গায়ের রঙ নয়, বলিউডে টিকে থাকতে গেলে এখন ট্যালেন্টটাই শেষ কথা। শ্যামলা গায়ের রঙ হওয়া সত্ত্বেও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেছেন বহু অভিনেতা-অভিনেত্রী। আজ এমনই এক নায়িকার জীবন কাহিনী তুলে ধরা হল।

বলিউড (Bollywood) কাঁপিয়ে ১৩০ কোটির সম্পত্তি করেছেন এই নায়িকা

আজ এই প্রতিবেদনে যে নায়িকার (Bollywood Actress) জীবনকাহিনী তুলে ধরা হয়েছে তিনি হলেন বিপাশা বসু (Bipasha Basu)। নিজের অভিনয়, রূপ, ফিটনেসের কারণে আজ বহু মানুষের মনে স্থান করে নিয়েছেন এই বঙ্গ তনয়া। তবে অনেকেই জানেন না, এই বিপাশাকেই নিজের গায়ের রঙের কারণে ছোটবেলায় প্রচুর কটাক্ষ শুনতে হয়েছে। শোনা যায়, বিপাশার গায়ের রঙ শ্যামলা হওয়ার জন্য ছেলেবেলায় অনেকে তাঁকে উদ্দেশ্য করে নানান তির্যক মন্তব্য করতেন। তবে মডেলিংয়ের দুনিয়ায় পা রাখার পরেই বদলে যায় এই বঙ্গ তনয়ার ভাগ্য।

   

আজ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি (Bollywood) নাম করা নায়িকা হলেও ছোটবেলায় ডাক্তার হতে চাইতেন বিপাশা। তবে মাত্র ১৬ বছর বয়সে একটি সুপার মডেল প্রতিযোগিতা জেতার পর বদলে যায় তাঁর ভাগ্য। ধীরে ধীরে মডেলিংয়ের দুনিয়ায় পরিচিতি বাড়তে থাকে বিপাশার। একের পর এক বিজ্ঞাপনের অফার আসতে থাকে তাঁর কাছে।

আরও পড়ুনঃ ভিলেনের কাছে বারবার পরাজিত নায়িকা! রাজেশ্বরী রূপী দীপাকেও হাতেনাতে ধরে ফেলল ইরা!

শোনা যায়, কেরিয়ারের শুরুতে প্রচুর বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কারণ বিপাশা মনে করতেন, ফর্সা হওয়ার ক্রিম সহ অন্যান্য সামগ্রী মানুষের মধ্যে তফাৎ তৈরি করে। বিদেশ থেকেও প্রচুর অফার আসতে শুরু করে তাঁর কাছে। মডেলিংয়ের জগতে রাজত্ব করার পর বলিউডে (Bollywood) পা রাখেন তিনি।

Bipasha Basu

২০০১ সালে ধামাকেদার ডেবিউ করেন বিপাশা। এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘জিসম’, ‘রাজ’, ‘ধুম’, ‘ফির হেরা ফেরি, ‘অ্যালোন’, ‘ক্রিয়েচার’, ‘ওমকারা’, ‘বচনা অ্যায় হাসিনো’ সহ একাধিক হিট ছবিতে অভিনয় করেন তিনি। এত বছর ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করার পর আজ কয়েকশো কোটির সম্পত্তির মালকিন বিপাশা। এখন যদিও সিনেদুনিয়ায় সেভাবে দেখা যায় না এই বঙ্গ ললনাকে। রুপোলি পর্দা থেকে খানিক দূরে স্বামী-কন্যাকে নিয়ে সুখে সংসার করছেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর