বাংলা হান্ট ডেস্ক: গোটা বিশ্বের নজর এখন বাংলাদেশের (Bangladesh) দিকে। শুরুটা হয়েছিল কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন নিয়ে। যা নিমেষে বদলে যায় বিক্ষোভ আর সরকার পতনের এক দফা দাবিতে। এই ঘটনার জেরে ক্রমশক অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। যার ফলে ইতিমধ্যেই পতন হয়েছে শেখ হাসিনার (Seikh Hasina) সরকারের।
বাংলাদেশ নিয়ে কি বললেন প্রীতি জ়িন্টা (Preity Zinta)?
চাপে পড়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন হাসিনা। তারপর বাংলাদেশ চলে গিয়েছিল সেদেশের সেনাদের দখলে। যদিও তারপর শেখ হাসিনার সরকার ভেঙে বাংলাদেশেগঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। পালা বদলের পর অশান্ত বাংলাদেশকে শান্ত করার দায়িত্ব কাঁধে নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন সেদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস।
কিন্তু তারপরেও যেন পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক হচ্ছে না বাংলাদেশে। এই অশান্ত পরিবেশেই ওপার বাংলার মানুষের প্রতি সমবেদনা জানিয়ে একে একে মুখ খুলছেন বলিউড সেলিব্রেটিরা। এবার এই তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta)-ও। ওপর বাংলার মানুষদের জন্য মন কাঁদছে বলি অভিনেত্রীর (Preity Zinta)-ও।
আরও পড়ুন: রাবণের এই ৭ টি গুণ, যা জানলে আপনি থাকবেন সবসময় এগিয়ে
তাই বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়ে এক্স হ্যান্ডেলে অভিনেত্রী এদিন লিখেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু মানুষের সঙ্গে যে হিংসার ঘটনা ঘটছে, তা দেখে আমি বিধ্বস্ত ও ভেঙে পড়েছি। মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষ ঘর হারাচ্ছে। সংখ্যালঘুদের প্রার্থনাস্থলে ভাঙচুর করা হচ্ছে। আশা করছি, নতুন সরকার এই ধরনের হিংসা বন্ধ করতে যথার্থ পদক্ষেপ করবে। বাংলাদেশের নির্যাতিতদের জন্য আমি প্রার্থনা করছি।’
Devastated & heartbroken to hear of the violence in Bangladesh against their minority population. People killed, families displaced, women violated & places of worship being vandalized & burnt. Hope the new govt. takes appropriate steps in stopping the violence & protecting its…
— Preity G Zinta (@realpreityzinta) August 10, 2024
উল্লেখ্য ইতিপূর্বে প্রীতি জিনতার আগে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি নিয়ে সরব হয়েছিলেন বলিউডের আদিল হুসেন, রবিনা ট্যান্ডনের মতো তারকারাও। প্রসঙ্গত ওপার বাংলার মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন এপার বাংলার শিল্পীরাও ৷ তাঁদের মধ্যে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র প্রমুখ।