বাংলাহান্ট ডেস্ক : বলিউড জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী রবীনা ট্যান্ডন (Raveena Tandon)। ১৯৯১ সালে ‘ পাত্থর কে ফুল’ ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি। এই ছবিতে অভিনয় করেই একেবারে দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নেন অভিনেত্রী। জিতে নেন ফিল্মফেয়ার পুরস্কারও। নব্বইয়ের দশকে বলিউড জগতে ঝড় তুলেছেন এই অভিনেত্রী। অভিনেত্রীর প্রতিটি ছবিতেই তাঁর অভিনয় দেখে মুগ্ধ দর্শকবৃন্দ। তবে কেবল মাত্র বলিউডই নয়। বলিউড ছাড়া তেলেগু, তামিল, কন্নড় চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
দক্ষিণী সিনেমা ‘কেজিএফ-২’ ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। তাঁর সেই অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল দর্শকদের। এবার সেই অভিনয়ের জন্যই তার নাম উঠে এলো পদ্মশ্রী পুরস্কারে। খুশির খবর জানতে পেরেই বাড়িতে কেক কেটে সেলিব্রেট করেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। সোশ্যাল মিডিয়া তুলে ধরেন সেই ভিডিও। দর্শকদের জানান ধন্যবাদ। অভিনেত্রী এখানে সাফল্যের উচ্ছ্বসিত তাঁর ভক্তরা।
View this post on Instagram
এবার পদ্ম পুরস্কারের তালিকায় নাম উঠে এল এই অভিনেত্রীর। এদিন পদ্ম পুরস্কারের কথা জানতে পেরে অভিনেত্রী জানান, ‘আজ আমি আমার বাবাকে ভীষণ মিস করছি। এক বছর হতে চলল আমার বাবা আমার সাথে নেই। কিন্তু আমি আর যা কিছু করেছি সবটাই আমার বাবার জন্য’।
তবে কেবলমাত্র রবিনা ট্যান্ডন নন। পদ্মশ্রী পুরস্কারের তালিকায় নাম উঠে এসেছে রাকেশ ঝুনঝুনওয়ালা, আরআরআর চলচ্চিত্রের সুরকার এম এম কিরাভাণী সহ মোট ৯১ জনের। জানা যাচ্ছে, ২০২৩ সালের মোট ১০৬ টি পদ্ম পুরস্কারের তালিকা অনুমোদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তালিকায় রয়েছেন ৬ জন পদ্ম বিভূষণ, ন’জন পদ্মভূষণ এবং ৯১ জন পদ্মশ্রী পুরস্কার প্রাপক। আর সেই তালিকাতেই নাম জুড়ল অভিনেত্রী রবিনা ট্যান্ডনের। খুশির হাওয়া বইছে বলিউড জগতে। খুশির হাওয়া অনুরাগীদের মনে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা