কঠিন শৈশব, এক সময় লিপস্টিক-টিপ ফেরি করতেন! রজনীকান্ত সহ এই ৫ তারকার সংগ্রাম চোখে জল আনবেই

বাংলা হান্ট ডেস্ক : মায়া নগরী মুম্বাইয়ের আভিজাত্যই আলাদা। প্রতিবছর দেশের লাখ লাখ ছেলেমেয়ে এই শহরে আসে নিজেদের কেরিয়ার গড়ার জন্য। স্টারকিডদের জন্য এই দুনিয়ায় পা রাখা সহজ হলেও আউটসাইডারদের জন্য কিন্তু অতটাও সহজ নয়। তবে এমন বহু তারকাই আছেন যারা সম্পূর্ণ আউটসাইডার হয়েও আজ নিজের আলাদা পরিচিতি তৈরি করেছে।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এদের মধ্যে অনেকেই আছেন যারা প্রথম জীবনে কঠোর পরিশ্রম করেছেন। এদের মধ্যে কেউ কেউ টিপপাতা বিক্রি করছেন তো কেউ আবার হোটেলের ওয়েটার ছিলেন। নিজেদের কঠোর পরিশ্রম এবং প্রতিভা দিয়ে বহু স্টারকিডকে পেছনে ফেলে দিয়েছেন তারা। তাহলে চলুন জেনে নেই এমনই ৫ জন অভিনেতার কথা।

রজনীকান্ত (Rajnikant): তালিকায় সবার আগে রয়েছে রজনীকান্তের নাম। আজকের দিনে তার স্টারডম এমন জায়গায় যে তার ছবি মুক্তির সাথে সাথেই তার পোস্টার দুধ দিয়ে স্নান করানো হয়। আজকের দিনে দাঁড়িয়ে তিনি হয়ত সুপারস্টার তবে চলচ্চিত্রে আসার আগে তিনি বাস কন্ডাক্টর ছিলেন।

image 12 600x315

জনি লিভার (Johnny Lever): তিনি তার দূর্দান্ত অভিনয় এবং কমেডি দিয়ে সবার মুখে হাসি ফুটিয়েছেন। অনেকেই হয়ত জানেননা যে তিনি চলচ্চিত্রে আসার আগে রাস্তায় কলম বিক্রি করতেন। বহু সংগ্রামের মধ্য দিয়ে জীবন কাটিয়েছেন তিনি। তার ছোটবেলা কেটেছে মুম্বাইয়ের ধারাবি বস্তিতে। এরপর একটি কোম্পানিতে শ্রমিক হিসেবেও কাজ করেছেন।

আরও পড়ুন : ‘পিলু’র পর নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন মেঘা! ভাইরাল তলোয়ার হাতে বীরাঙ্গনা লুক

বোমান ইরানি (Boman Irani): অভিনেতার অভিনয়ের ভক্ত হয়ত অনেকেই তবে জানেন কি তিনি যখন বলিউডে পা রাখেন তখন তার বয়স ছিল প্রায় ৪০ বছর। তার আগে তিনি ওয়েটার ও রুম সার্ভিস হিসেবে কাজ করতেন। এছাড়া ১০-২০ টাকায় ছবি বিক্রির কাজও করতেন। এখন তাকে বলিউডের সবচেয়ে প্রতিভাবান অভিনেতা হিসেবে গণ্য করা হয়।

আরও পড়ুন : ‘হোটেল রুমে ৪ ঘণ্টা কী করছিল?’ সায়ন্তিকা প্রসঙ্গে বিস্ফোরক জায়েদ খান

নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui): একথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে, নওয়াজউদ্দিন সিদ্দিকীর মত বহুমুখী প্রতিভাধর অভিনেতা খুব কমই আছেন। যদিও তার এই সফর অতটাও সহজ ছিলনা। জানা যায়, বলিউডে আসার আগে তিনি ওয়াচম্যানের কাজ করতেন।

nawazuddin siddiqui cameos 1200

আরশাদ ওয়ারসি (Arshad Warsi): ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগে আরশাদ বেশকিছু ছোটখাটো কাজ করেছেন। ১৭ বছর বয়সে তিনি টিপপাতা এবং লিপস্টিক বিক্রি করতেন। এরপর একটি কোম্পানিতে সেলসম্যানের চাকরিও নিয়েছিলেন। তারপর কাজ নেন একটি ফটো ল্যাবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর