বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে (bollywood) একটা বড় অংশ নেপোটিজমের জন্য নেটজনতার যে আক্রোশ দেখেছে সে বিষয়ে সকলেই অবগত। সড়ক ২, গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল, খালি পিলি একের পর এক তারকা সন্তানের ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। বিশেষত আলিয়া ভাটের সড়ক ২ এর করুণ অবস্থার পর এখনো কেউই ভুলতে পারেনি।
তারপর বলিউডে মাদক মামলায় নাম উঠে আসে একের পর হেভিওয়েট তারকাদের। দীপিকা পাডুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর সহ বেশ কয়েকজন জনপ্রিয় প্রথম সারির তারকাদের নাম ফাঁস হয় মাদক মামলায়। এমনকি এখনো পর্যন্ত বলি তারকাদের সমন পাঠিয়ে চলেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।
এরপরেই সিনে ইন্ডাস্ট্রির একাংশের বিরুদ্ধে ক্ষেপে ওঠে নেটজনতা। গত পাঁচ ছয় মাস ধরেই বলিউডের বিরুদ্ধে বিভিন্ন হ্যাশট্যাগ ট্রেন্ডিং হয়েছে টুইটারে। এবারে সেই তালিকায় যোগ হল এক নতুন হ্যাশট্যাগ, ‘#BollywoodKiAisiTaisi’। নেটিজেনরা বলি তারকাদের উদ্দেশে একের পর এক ট্রোল, সমালোচনায় ভরিয়ে দিয়েছেন টুইটার।
Wow.. I love this trending #BollywoodKiAisiTaisi will have a peaceful sleep tonight. Great going my fellow warriors 👍🏼 pic.twitter.com/02wn5TbSJA
— Piyali (@PIYALIBH) December 7, 2020
একজন লিখেছেন, MDH এর কর্ণধার দেখিয়ে দিয়েছেন নিজের ব্র্যান্ডের প্রচারের জন্য কোনো মাদকাসক্ত বলিউড তারকার প্রয়োজন নেই। নিজেই সেটা করা যায়। দেশের যুবাদের আদর্শ এই মাদকাসক্ত বলি তারকারা হতে পারেন না।
#Justice4DishaAndSSR I love this caption. Very truly said.. Don’t want to see any druggie endorsing any brands. They can’t be youth icon! Period. #BollywoodKiAisiTaisi pic.twitter.com/KsWIi3c8wD
— PIYALI (@PiyaliBh) December 8, 2020
আবার কয়েকজন ফেয়ারনেস ক্রিমের প্রচার করার জন্য ক্যাটরিনা কাইফ, করিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়াদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন্য তাদের বক্তব্য, এরা সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণাঙ্গদের অধিকারের দাবিতে গলা ফাটান অথচ নিজেরা ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপনের প্রচার করছেন।
https://twitter.com/meera_raichand/status/1336119453948522496?s=19
#BollywoodKiAisiTaisi
Hey ssrians pls fulfil their wishes, after all they are patriots, kind, innocent helping nature and many more pic.twitter.com/hYNOVO1mRG— 💥Truth will win💥 (@Ssrdishajustice) December 8, 2020
নেটিজেনদের ক্ষোভের থেকে রেহাই পাননি অক্ষয় কুমার, করিনা কাপুর খানও। নেটজনতার বক্তব্য, এই তারকাদের ছবি না দেখে বরং টাকা বাঁচানো উচিত। বলিউড তারকাদের বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা। টুইটারে ট্রেন্ডিং তালিকার প্রথম দিকেই রয়েছে ‘#BollywoodKiAisiTaisi’।