নয়া রূপে তৈরীর পথে বোলপুর স্টেশন! খরচ বরাদ্দ কোটি কোটি, নিউ লুক দেখলে চমকে উঠবেন আপনি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের রেল ব্যবস্থা দিন দিন প্রসিদ্ধি লাভ করছে। ইংরেজ আমলে যে রেল ব্যবস্থার গোড়াপত্তন হয়েছিল, সেই রেল ব্যবস্থা আজ ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি প্রান্তে। ভারতের গণপরিবহনের মেরুদন্ড বলা হলেও বেশি বলা হবে না রেলকে। তবে ভারতীয় রেল বিগত কয়েক বছর ধরে লক্ষ্য রেখেছে যাত্রী স্বাচ্ছন্দ্যে।

ভারতীয় রেলের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রেল ব্যবস্থাকে আরো উন্নত করার লক্ষ্যে। এবার বাংলার একটি স্টেশনের জন্য বড় সুখবর উঠে আসছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে দেশের একাধিক স্টেশনকে সাজিয়ে তোলা হচ্ছে নতুন ভাবে। জানা যাচ্ছে এই তালিকায় রয়েছে বাংলার বোলপুর স্টেশনও।

আরোও পড়ুন : ভারতেও হবে সোনার বৃষ্টি, প্রতি বছর উত্তোলন হবে ৭৫০ কেজি হলুদ ধাতু! জানুন কোথায় আছে এই খনি

২১.১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বোলপুর স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য। রেল জানিয়েছে, স্টেশনের বাইরের রূপের পরিবর্তন আনার পাশাপাশি বেশ কিছু সুযোগ-সুবিধার ক্ষেত্রেও পরিবর্তন আনা হতে চলেছে। এই স্টেশনের প্ল্যাটফর্মগুলি নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে এবং মেঝেতে বসানো হচ্ছে টাইলস।

আরোও পড়ুন : মহালয়ার সকালে কী ফের ঝেঁপে বৃষ্টি? প্ল্যান করার আগেই জেনে নিন আবহাওয়া দপ্তরের আগাম আপডেট

এই টাইলসের ফলে যাত্রীদের স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। নতুন পার্কিং ব্যবস্থা তৈরি করা হচ্ছে স্টেশন চত্বরে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সম্পূর্ণ নতুনভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে টিকিট কাউন্টারে প্রবেশের পথ থেকে শুরু করে ওয়েটিং রুম। বিশেষভাবে সক্ষম ও প্রতিবন্ধী যাত্রীদের সুবিধার কথা স্টেশন পুনঃনির্মাণের সময় মনে রাখা হচ্ছে।

bolpur santiniketan railway station new look 1024x576.jpg

কয়েক বছর আগেই পরিকল্পনা নেওয়া হয়েছিল নতুন ভাবে সাজিয়ে তোলা হবে বোলপুর স্টেশনকে। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। অমৃত ভারত স্টেশন প্রকল্প শুরু হওয়ার পর সেই তালিকায় ঠাঁই পায় বোলপুর স্টেশন। এরপর নতুনভাবে স্টেশনকে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। সব মিলিয়ে বলা যায়, আরোও আকর্ষণীয় হয়ে উঠবে এই বোলপুর।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X