বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির গেটে বোমাবাজি, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল

বাংলাহান্ট ডেস্কঃ সিআরপিএফ (CRPF) পাহাড়ায় থাকা সত্ত্বেও, বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের (arjun singh) বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়ে পালাল দুস্কৃতীরা। বুধবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বর্তমান সময়ে দিল্লীতে রয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এই সময় বুধবার সকাল ৬ টা বেজে ৩২ মিনিট নাগাদ তাঁর বাড়ির গেটে বোমা ছুঁড়ে পালায় দুস্কৃতীরা। ছোঁড়া হয় পর পর ৩ টি বোমা। অল্পের জন্য রক্ষা পেয়ে যায় সিআরপিএফের বাঙ্কার। তবে কেন্দ্রীয় নিরাপত্তার উপস্থিতিতে কিভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। যার কারণে সাংসদের নিরাপত্তার বিষয়েও প্রশ্ন উঠেছে।

bvbvbv

ইতিমধ্যেই জগদ্দল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পূর্বে ওই এলাকায় বোমাবাজির ঘটনা ঘটলেও, সাংসদের বাড়ি লক্ষ্য করে এমন ঘটনা এই প্রথম ঘটল। যদিও ঘটনার সময়ে সাংসদ বাড়িতে উপস্থিত ছিলেন। তবে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে, তার তদন্ত করা হচ্ছে।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘অর্জুন সিংয়ের মতো নেতাকে নতমস্তক করার কারণে, ওঁর বাড়ির সামনে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। ওঁ যেদিন থেকে বিজেপিতে এসেছে, গত আড়াই বছর ধরেই এইসব চলছে। পরিবার, ব্যবসা সবকিছুই নষ্ট করার চেষ্টা চলছে। আর তার যোগ্য জবাবও দিচ্ছেন অর্জুন সিং’।

https://twitter.com/jdhankhar1/status/1435422173120765954

তবে এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি লেখেন, ‘একজন সাংসদের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা, আইনশৃঙ্খলার পক্ষে ভীষণই উদ্বেগজনক। বাংলা হিংসার শেষ দেখাই যাচ্ছে না।

Smita Hari

সম্পর্কিত খবর