বাংলাহান্ট ডেস্ক : নির্বিঘ্নেই চলছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু পরীক্ষা শেষ হতেই ভয়ংকর কাণ্ড। আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বিদ্যালয় চত্বর। আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তে। ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা। ঘটনা ভাঙড়ে। বলা বাহুল্য, ভাঙড় আছে সেই ভাঙড়েই। মঙ্গলবার ছিল উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা।
সেইমত ভাঙড় হাইস্কুলেও চলছিল পরীক্ষা। পরীক্ষা শেষ হয়ে সবেমাত্র ব্যাগ গোছাচ্ছে পড়ুয়ারা। এমন সময় বিকট শব্দ ভেসে আসে। শব্দটা আসে শৌচালয়ের দিক থেকে। এই ঘটনায় হুড়োহুড়ি পড়ে যায় বিদ্যালয় চত্বরে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। কিছু সময়ের মধ্যেই বিদ্যালয়ে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী।
আরোও পড়ুন : পুরুলিয়া ভ্রমণ এবার আরোও সহজ! আসছে হাওড়া, শিয়ালদা থেকে নতুন রুটে ট্রেন, বড় উদ্যোগ রেলের
এই ঘটনার সাক্ষী স্বয়ং ওই বিদ্যালয়েরই এক পড়ুয়া। তার কথায়, সে সেই সময় শৌচালয়ে গিয়েছিল। দেখতে পায় একটি সুতলি দড়ি গটানো কিছু একটা পড়ে রয়েছে। অন্যান্য ছাত্ররা তাকে সেটি ধরতে বারণ করে। সেই মত ওই পড়ুয়া ওখান থেকে চলে আসে। আর তারপরে ঘটে বিস্ফোরণ। জোরালো শব্দে ফেটে যায় বোমাটি। তবে কারা ঘটিয়েছে এই ঘটনা তা এখনো পর্যন্ত জানা যায়নি।
আরোও পড়ুন : খরচ ২৫ কোটি, একদম ভোল বদলে যাচ্ছে বালুরঘাট স্টেশনের! উত্তরবঙ্গকে বড় উপহার রেলের
জানা গিয়েছে, ভাঙ্গড় হাই স্কুলে এবারে কারবালা হাই স্কুল ও কাঁঠালিয়া হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। এদিন উচ্চমাধ্যমিকের পর ঐ স্কুলে শুরু হয়েছে একাদশ শ্রেণির পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার ১০ মিনিট পরেই নাকি ঘটনাটা ঘটে। এমনটাই জানিয়েছে স্থানীয়রা। তারা শুনতে পায় স্কুলের ভিতর থেকে একটি ভীষণ জোরে শব্দ।
যার ফলে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকরা আতঙ্কিত হয়ে পড়ে। এই ঘটনায় কোন হতাহতের এর খবর নেই। আহতের খবরও অবশ্য পাওয়া যায়নি। পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে না পারলেও তদন্ত শুরু করে দিয়েছে। ঘটনাস্থল থেকে অর্থাৎ শৌচালয় থেকে বোমার সুতলি উদ্ধার করেছে পুলিশ। স্কুলের ভেতরেই বোমা মজুত ছিল কিনা, তাও জানার চেষ্টা চালাচ্ছে ভাঙড় থানার পুলিশ।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…