ফের বোমাতঙ্ক ভাঙড়ে! উদ্ধার ১৭টি তাজা বোমা, দুষ্কৃতীরা পলাতক

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে শিয়রে পঞ্চায়েত ভোট (Panchayet Election)। নির্বাচন যত সামনে আসছে ততই যেন বাড়ছে আতঙ্কের বাতাবরণ। চারিদিক থেকে উঠে আসছে সংঘর্ষের খবর। এরই মাঝে এদিন ফের একবার বোমাতঙ্ক ভাঙড়ে (Bhangar)। ভাঙড়ের ডামজুলি এলাকা থেকে উদ্ধার প্রায় ১৭টি তাজা বোমা। চাঞ্চল্য গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে ভাঙড় থানার পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে এদিন তল্লাশি অভিযান চালায় ভাঙর থানার পুলিশ আধিকারিকরা। তাতেই খোঁজ মেলে তাজা বোমার (Bomb Recovered)। পাশাপাশি বোমা বানানোর কিছু সামগ্রীও উদ্ধার করা হয়েছে। অন্যদিকে পুলিশ দেখা মাত্রই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

ভোটপূর্বে বারবার এই রকম ঘটনায় যথেষ্টই আতঙ্কে এলাকাবাসী। উল্লেখ্য, মাত্র সপ্তাহ খানেক আগেই তৃণমূল, আইএসএফ-এর দ্বন্দ্ব ভয়াবহ রূপ ধারন করেছিল ভাঙড়। তৃণমূল নেতা (Trinamool Leader) আরাবুল ইসলামের (Arabul Islam) বাড়ির পেছনের জমি থেকে উদ্ধার হয়েছিল ব্যাগ ভর্তি বোমা। ভাঙড়ের উত্তর গাজিপুরে চাষের জমি থেকে উদ্ধার হয়েছে বোমা।

bomb

সেই রেশ কাটতে না কাটতেই ফের এক বোমাতঙ্ক ছড়াল ভাঙড়ে। পূর্বের বোমা উদ্ধার ঘটনা প্রসঙ্গে, আরবুল ইসলামের ছেলে হাকিবুল ইসলাম জানান, “আইএসএফের কর্মীরা বোমা-বন্দুক নিয়ে এই জায়গাতেই বসেছিল। তৃণমূলের কর্মীদের উপর হামলা চালানোরই চক্রান্ত করছিল। তবে সাধারণ মানুষ সেই খবর আগেই পেয়েছিল। তাঁরাই পুলিশকে খবর দেন। তারপরেই আগের দিন যাঁরা এখানে গুলি চালিয়েছে, অশান্তি পাকিয়েছে তাঁদের মধ্যে তিনজন ধরা পড়েছে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর