বাংলা হান্ট ডেস্ক: ফের একবার আদালতে মুখ পুড়লো উদ্ধব ঠাকরের (Uddav Thackeray)। গত আগস্ট মাসে ঠাকরে সরকারের সমালোচনা করায় গ্রেফতার করা হয়েছিল সুনয়না হোলে নামে এক মহিলাকে। সেই গ্রেফতারি প্রসঙ্গেই মঙ্গলবার মহারাষ্ট্র সরকারের সমালোচনা করে বম্বে হাইকোর্ট। আদালত জানায়, যে কোনও সার্বজনিক দফতরকে মানুষের সমালোচনা সহ্য করতেই হবে। সরকারকে গোটা সমাজের অধিকার ও ব্যক্তিগত অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। তারপরেই আদালতের প্রশ্ন, তাহলে কি যেই সরকারের সমালোচনা করবে, তাকেই কি গ্রেফতার করা হবে?
সুনয়না হোলি মামলায় শুনানিতে বিচারপতি এসএস শিন্ডে ও এমএস কার্তিক এই মন্তব্য করেন। গত আগস্ট মাসে সরকারের সমালোচনা করে তিনটি ট্যুইট করেন সুনয়না। সেই ভিত্তিতে তাঁর বিরুদ্ধে তিনটি এফআইআর করে পুলিশ। এর মধ্যে বান্দ্রা কুরলা কমপ্লেক্স সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের দায়ের করা মামলার প্রেক্ষিতে আগস্ট মাসে গ্রেফতার করা হয় তাঁকে। যদিও পরে জামিন পান তিনি।
I am glad Hon’ble Bombay High Court asked this question to @OfficeofUT‘ MVA Govt.
It’s high time that they realise gagging citizens won’t work. It’s a democratic country & we have a right to criticize Govt & it’s Policies.Just like the Farmer’s Bill. https://t.co/mhTZwwOWso
— Sunaina Holey (@SunainaHoley) December 1, 2020
https://platform.twitter.com/widgets.js
সেই প্রসঙ্গে এদিন আদালত ঠাকরে সরকারকে উদ্দেশ্য করে বলে, যুব সমাজকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতেই হবে। যদি মত প্রকাশের স্বাধীনতাই না থাকে তাহলে যুব সমাজ ঠিক ও ভুলের পার্থক্য কী করে বুঝবে? অন্যদিকে, সুনয়নার আইনজীবীও তাঁর মক্কেলের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর তুলে নেওয়ার আর্জি আদালতের সামনে করেছেন।