‘বেঁচে থাকব কয়েকটা দিন, ভালো কাজ করলে মানুষ মনে রাখবে” BSF জওয়ানের মন ছুঁয়ে যাওয়া বার্তা

বাংলাহান্ট ডেস্ক : ‘রোজ কত কী ঘটে যাহা তাহা, এমন কেন সত্যিই হয় না আহা’…. নিত্যদিনের হাজার হাজার ঘটনার মধ্যে থেকেই এমন কিছু ঘটনা খবরের শিরোনামে উঠে আসে, সেসব ঘটনা চোখে আনে আনন্দের জল, আর মুখে আনে হাসি। এবার স্বাধীনতা দিবসের মুহূর্তে তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়ে গিয়েছে।

ভাইরাল ভিডিওটির প্রতিটি সেকেন্ডে ধরা পড়েছে এক বিএসএফ জওয়ানের অসাধারণ ব্যবহারের ছবি। দিনরাত গুলির লড়াই আর দেশসেবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার পরেও এই জওয়ানের মধ্যে থেকে যে রসবোধটুকু যে হারিয়ে যায় নি, সেই দৃশ্যই যেন বারবার ধরা পড়েছে। স্বাধীনতা দিবসের মুহূর্তে সীমান্তে পর্যটকদের আনাগোনা বাড়তেই এক পর্যটকের সাথে ওই জওয়ানের দুর্দান্ত এক হাসির মুহূর্ত ধরা পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে জওয়ানকে বলতে শোনা যাচ্ছে, “বাঁচো আর বাঁচতে দাও। জীবনের কোনো ভরসা নেই। আজকে কেউ গুলি করে দিল, আজকেই মরে যাবো হয়তো, কে জানে। ভালো কাজ করে গেলে পৃথিবী মনে রাখবে”… জীবনবোধের এক শিক্ষা দেওয়ার পাশাপাশি তিনি বলছেন, “সেই যে বড় গোঁফওয়ালা লোকটা ছিল তার কথাই সকলে মনে করবে”। একই সঙ্গে হাসতে হাসতে আবার তার বক্তব্যের সাথে পর্যটকরা সহমত কী না, সেই কথাও জিজ্ঞেস করছেন। নিজের মুখেই বলছেন, “কী, ঠিক বলছি কিনা।”

ফেসবুকে ‘টিম তারাশঙ্কর চ্যারিটি’র তরফ থেকে ভিডিওটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর রীতিমতো প্রশংসার ঝড় ওঠে কমেন্ট বক্সে। প্রতিমুহূর্তেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে লাইকের সংখ্যা। হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যেই শেয়ার করতে থাকেন ভিডিওটি।

কাঁটাতারের বেড়া দেশের সীমানা ভাগ করলেও আজও একই পৃথিবীর মাটিতে বেড়ে ওঠা প্রত্যেকেই যেন জীবনযুদ্ধে নানান ভাবে লড়াই করছেন। সেক্ষেত্রে বিএসএফ জওয়ানদের জীবনসংগ্রাম যে আম আদমির থেকে আরোও কয়েকগুণ কঠিন, একথা সকলেরই জানা। তবুও, নিত্যদিনের লড়াইকে সঙ্গী করেই ভাইরাল জওয়ানের এই রসিকতা নেটিজেনদের যে আলাদা করে নজর কেড়েছে একথা বলাই বাহুল্য।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর