বাংলাহান্ট ডেস্কঃ ফের নবজাতক সন্তানের নাম রাখা হল করোনা ভাইরাসকে (COVID-19) যুক্ত করে। সদ্যজাত কন্যার নাম কোয়ারেন্টিন (Quarantine) রাখলেন খোদ পিতা মাতাই। এর আগেও এই করোনা সংকটের মধ্যে লকডাউনে জন্মগ্রহণ করা সদ্যজাত শিশুদের নাম রাখা হয়েছিল করোনা, ভাইরাস। আর এবার রাখা হল কোয়ারেন্টিন। পিতা রাজু পাল জানান, তারা এই লকডাউনের মধ্যে জন্মগ্রহণ করা সন্তানকে স্মরণীয় রাখতে এই নাম রাখেন।
করোনা ভাইরাসের সংকটের মধ্যে নাগরিকদের সুস্থ রাখতে সমগ্র ভারত জুড়ে দ্বিতীয় দফা লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এই সময়ে বন্ধ রয়েছে সমস্ত যান চলাচল। নাগরিকদের জরুরি প্রয়োজনে বাইরে বেরলে, মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে সরকারী তরফ থেকে। এবং নিজেদের মধ্যে বজায় রাখতে বলা হয়েছে সামাজিক দূরত্ব।
লকডাউনের মধ্যেই গর্ভবতী স্ত্রীর খবর পেয়ে গত ২০ মার্চ বাড়ি ফেরেন রাজু পাল। তারা মুজাফফরনগর শহরের মহল্লা আনন্দপুরীর বাসিন্দা। সেখানে একটা সিমেন্টের দোকান চালান। প্রায় আট বছর আগে নাজিবাবাদের বাসিন্দা অনিতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজু পাল। বিয়ের প্রায় আট বছর পর স্ত্রী গর্ভবতী হওয়ার খবর পেয়ে লকডাউনের মধ্যেও বাড়ি ফিরে আসেন স্বামী। এই সংকটের সময়ে জন্ম নেওয়া সন্তানের কথা স্মরণে রাখতে তারা তার কন্যা সন্তানের নাম রাখলেন কোয়ারেন্টিন ওরফে করোনা কুমারী।
মেয়ের জন্মের পর পিতা রাজু পাল জানান, তারা ঠিক করেছিলেন, ছেলে হলে নাম রাখবেন লকডাউন। আর মেয়ে হলে নাম রাখবেন কোয়ারেন্টিন। মেয়ে সন্তান জন্ম নেওয়ায় তাই তার নাম রাখেন তারা কোয়ারেন্টিন ওরফে করোনা কুমারী। কঠিন সময়ে মেয়ের জন্ম হয়। অর্থাৎ বর্তমানে এখন সমস্ত কিছুই বন্ধ, বেঁচে থাকার জন্য গৃহবন্দি থাকা বাধ্যতা মূলক। তাই এই সময়টাকে স্মরণে রাখতে সন্তানের এরূপ নামকরণ করেন তারা।