কনকনে ঠান্ডা বরফের মাঝেই গরম জলের হ্রদ! পুজোর ছুটিতে ঢুঁ মারুন কাছের এই পাহাড়ি গ্রামে

বাংলাহান্ট ডেস্ক : পাহাড় বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে দার্জিলিংয়ের অপরূপ সৌন্দর্য। কিন্তু আমাদের পড়শি রাজ্য সিকিম সৌন্দর্যের দিক থেকে কম যায় না। কিছুদিন আগের ভারী বর্ষণে সিকিম এখন বিধ্বস্ত। যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসন সিকিমকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।

এই সিকিমের কোলে রয়েছে একাধিক অফ বিট ডেসটিনেশন। এই জায়গাগুলোর সৌন্দর্যতা লিখে প্রকাশ করা সম্ভব নয়। আজ আপনাদের এমনই একটি অফ বিট জায়গা সম্পর্কে বলতে চলেছি। আমরা আজ যেই জায়গাটি সম্পর্কে আলোচনা করছি তার নাম বরঙ। এখানে একটি উষ্ণ জলের হ্রদ রয়েছে যেটির নাম তাতা-পানি।

আরোও পড়ুন : আমজনতার মুখে হাসি! পশ্চিমবঙ্গে জ্বালানির দামে পতন; জানুন, পেট্রোল-ডিজেল কিনতে খরচ কত

তাতা শব্দের অর্থ উষ্ণ জল। স্থানীয় বাসিন্দারাই এই হ্রদের নাম দিয়েছেন। এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে শিহরিত করবে। একবার গেলে আপনার মন চাইবে বারবার এই জায়গায় ছুটে আসতে। পর্যটকদের ভিড় এই জায়গায় খুবই কম। খুব একটা প্রসিদ্ধ না হওয়ায় এই জায়গাটির নাম অনেকেই জানেন না।

আরোও পড়ুন : প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! একজোটে বাতিল বহু শিক্ষকের চাকরি

জঙ্গলে ঘেরা সিকিমের এই জায়গা থেকে আপনি দেখতে পাবেন অপরূপ কাঞ্চনজঙ্খার দৃশ্য। এখানে যে উষ্ণ জলের হ্রদ রয়েছে তার পাশ দিয়েই বয়ে গেছে রঙ্গীত, যায় জল বরফের মতো শীতল। এই হ্রদকে নিয়ে প্রচলিত আছে অনেক কাহিনী। অনেকে বলেন তাতা পানির জলে স্নান করলে মুক্তি মেলে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি থেকে। 

6 1605130963

গেজিং থেকে বরঙ যাওয়ার জন্য রয়েছে গাড়ি। রাবাংলা পেরিয়ে পৌঁছাতে হয় বরঙ। নিরিবিলিতে কয়েকদিন ছুটি কাটানোর জন্য এই জায়গাটি আদর্শ। তাই কোলাহলমুক্ত পরিবেশে কয়েকদিন এই জায়গা আপনার বেশ ভালই লাগবে। শুধু তাই নয়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফারদের জন্যেও এক্কেবারে আদর্শ।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর