গোটা মাঠ জুড়ে কোহলির নামে জয়ধ্বনি! ব্যাট করতে এলেন নবীন উল হক, তারপর দুজনের মধ্যে যা হলো…….

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) যখন আজ আফগানিস্তানের বিরুদ্ধে (India vs Afghanistan) মাঠে নেমেছিল তখন অধিকাংশ ভারতীয় ক্রিকেটপ্রেমী খুব একটা লড়াইয়ের প্রত্যাশা করেনি। কিন্তু বুমরা (Jasprit Bumrah) বাদে বাকি ভারতীয় বোলারদের সামনে বেশ ভালোই লড়াই করল আফগানিস্তান। টসে জিতে বিরাট কোহলিদের (Virat Kohli) জন্য ২৭৩ রানের টার্গেট ছুঁড়ে দিলো আফগানরা। কিছুটা যোগদান করেন নবীন উল হক-ও (Naveen Ul Haq)।

দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচে প্রমাণ করেছে যে দিল্লিতে বোলাররা খুব একটা সুবিধা পাবেন না। মহম্মদ সিরাজকে দেখে আজ সেই বিষয়টা বোঝা গিয়েছে। নিজের ৯ ওভারে ৭৬ রান দিয়েছেন এই ফর্মে থাকা ভারতীয় তারকা। শার্দুল ঠাকুর যিনি আজকে দলে এসেছেন তাকে দিয়ে ৬ ওভারের বেশি বোলিং করানোর সাহস দেখাননি রোহিত। তার মধ্যেই একটি উইকেট তুলে তিনি দলকে সাহায্য করেন। হার্দিক পান্ডিয়া আজ নিজের জন্মদিনে ৭ ওভার বোলিং করেছে ৪৩ রান দিয়ে ২টি উইকেট নেন।

মাঝের ওভারগুলিতে আফগানিস্তানের হয়ে অসাধারণ ব্যাটিং করেন তাদের অধিনায়ক হসমতউল্লা শাহিদী (৮০) এবং তাকে যোগ্য সঙ্গ দেন আজমাতউল্লা ওমরজাই (৬২)। তাদের মধ্যে ১২১ রানের একটি পার্টনারশিপ হয়। আফগানিস্তান আজ ২৯০ রানের বেশিও করতে পারত। তারা যে অত বড় স্কোর করতে পারল না তার মূল কারণ হলেন যশপ্রীত বুমরা।

এদিন বল হাতে তিনি নিজের ১০ ওভারে কৃপণ বোলিং করে মাত্র ৩৯ রান দিয়েছেন। পাশাপাশি তুলে নিয়েছেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট। উইকেটের পেছনে খোঁচা, স্লোয়ার বল, বাউন্সার সব রকম অস্ত্র ব্যবহার করে ৪ উইকেট নিয়েছেন আজ বুমরা। বিশ্বকাপে সঠিক সময়ে তিনি বল হাতে জ্বলে উঠেছেন।

আজ এই ম্যাচের প্রথম ইনিংসের শেষের দিকে বিরাট কোহলি বনাম নবীন উল হক লড়াইও দেখা গেল। রশিদ খান একটি ১৬ রানের ক্যামিও খেলে আউট হওয়ার পর মাঠে এসেছিলেন নবীন। গোটা স্টেডিয়াম তখন ‘কোহলি, কোহলি’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। দুইবার তিনি বিরাট কোহলির হাতে বল দিয়ে সিঙ্গেলকে ডাবলে পরিণত করেন। অবশ্য কৃতিত্ব দিতে হয় বিরাটকেও। তিনি সতর্ক না হলে ওই শটগুলি থেকে ৪ রানও আসতে পারতো। সিরাজের বলে একটি চারও মারেন নবীন। শেষপর্যন্ত ৯ রানে অপরাজিত থেকে ক্রিজ ছাড়েন। তবে তাদের মধ্যে আসল লড়াই দেখা যাবে দ্বিতীয় ইনিংসে যখন নবীন থাকবেন বল হাতে এবং বিরাট নামবেন ব্যাট হাতে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর