বাংলা হান্ট ডেস্ক: বর্তমান যুগে মূলত তরুণ প্রজন্মের কাছে একটি বিখ্যাত অ্যাপ হল টিকটক।ফেম সর্বশ্য এই যুগে তাড়াতাড়ি নাম পাওয়ার জন্য যুব সম্প্রদায় এই অ্যাপটির ব্যবহার করে। কিন্তু সেই চেষ্টা অনেকসময় পরিণত হয় মর্মান্তিক পরিণতি তে।
তিনদিন পূর্বে বিহারে বন্যার জলে টিকটক ভিডিওর জন্য স্টান্ট করতে গিয়ে বন্যার জলের কারেন্ট মৃত্যু হয় বিহারের এক তরুণ আফজাল এর।টিকটক ভিডিও শুট করতে জলে ঝাঁপ দেয় সে। তার পর পর তার এক বন্ধু ও ঝাঁপ দেয়, কিন্তু সে বেঁচে যায়। মৃত্যু হয় আফজাল এর। ডুবুরিদের তিন দিন সময় লাগে তার দেহকে জল থেকে বার করতে।ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।
তবে এই প্রথম বার নয়, এর আগেও অনেকবার টিকটক ভিডিও শুট করতে গিয়ে মৃত্যু হয়েছে। ২০১৯ এর এপ্রিলেই সালমান জাখির নামক এক যুবক ভিডিও শুট করতে গিয়ে সত্যিকারের গুলি লেগে মারা যায়। ২০১৯ এর ফেব্রুয়ারি তেও তামিলনাড়ুর এক যুবকের মৃত্যু হয় ভিডিও শুট করতে ।