রাজ্যকে না জানিয়েই রিপোর্ট পেশ! মিডডে মিলে ১০০ কোটির দুর্নীতি নিয়ে বিস্ফোরক ব্রাত্য

বাংলা হান্ট ডেস্ক : মিড-ডে মিল নিয়ে রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে আসছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, শিক্ষামন্ত্রকের জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে বিস্ফোরক তথ্য মিলেছে। এই নিয়ে তীব্র সমালোচনা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

জানা যাচ্ছে, গতবছর ৬ মাসেই অন্তত ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, খবর পিটিআই সূত্রের। ‘গতবছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৬ কোটি প্লেট মিড ডে মিল বেশি দেখানো হয়েছে, ১৬ কোটি প্লেট বাবদ অন্তত ১০০ কোটি টাকা বেশি দেখানো হয়েছে মিড ডে মিল প্রকল্পে’ কেন্দ্রীয় সরকারকে পেশ করা রিপোর্টে দাবি করছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।

কিন্তু এই গোটা রিপোর্টকে কার্যত আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁর দাবি, ‘এই রিপোর্টে রাজ্য সরকারের বক্তব্য যথাযথ ভাবে স্থান পায়নি। সরকারের একমাত্র প্রতিনিধি রাজ্য অধিকর্তা, কুকড মিড ডে মিল-এর সই নেই সেই সই ছাড়াই এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। রিপোর্ট রাজ্য সরকারের প্রতিনিধিকে দেখানো পর্যন্ত হয়নি। তাহলে যৌথ পর্যালোচনা কমিটির যৌথতা কোথায় থাকল? রাজ্যের শিক্ষামন্ত্রী এদিন আরও বলেন ‘ক্যাগ ২০২১-২২ অর্থবর্ষের অডিট সম্পূর্ণ করেছে। সেখানে এই ধরনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।’ জেআরএম-এর রিপোর্টের প্রেক্ষিতে এমনই প্রতিক্রিয়া দিলেন ব্রাত্য বসুর।

শিক্ষামন্ত্রকের মিড ডে মিলের (Mid Day Meal) রিপোর্টকে সামনে রেখে তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটে তিনি বলেন, ‘রাজ্য সরকার মিড ডে মিলে ১০০ কোটি টাকা বেশি দেখিয়েছে, জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে উল্লেখ। আগেই বলেছিলাম, পড়ুয়াদের খাবারের প্লেট থেকেও চুরি করতে ইতস্তত করে না তৃণমূল সরকার। মাত্র ৬ মাসেই ১০০ কোটির তছরুপ, গত ১২ বছরে কতটাকা চুরি হয়েছে ভাবুন। প্রশাসন চালানোর নামে দিনেদুপুরে ডাকাতি করছে রাজ্য সরকার।’

মিড ডে মিলে দুর্নীতির রিপোর্ট প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রীকে নিশানা করে ট্যুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে দুর্নীতি অসুখে পরিণত হয়েছে। তাঁর প্রশাসন পিএম পোষণ তহবিলকেও ছাড়ে না। কেন্দ্র-রাজ্য যৌথ পর্যালোচনায় ১০০ কোটি টাকা সরানোর তথ্য উঠে এসেছে। শিশুদেরও এখানে অভুক্ত রাখা হয়।’

Sudipto

সম্পর্কিত খবর