ভাগ‍্যের ফের! বিমানে বসে ভিডিও শেয়ার করার ঘন্টা খানেক পরেই দুর্ঘটনায় মৃত‍্যু জনপ্রিয় গায়িকার

বাংলাহান্ট ডেস্ক: মাত্র ঘন্টা খানেকের ব‍্যবধান। তার মধ‍্যেই সব শেষ। বিমান দুর্ঘটনায় (plane crash) মৃত‍্যু হল গ্র‍্যামীজয়ী জনপ্রিয় ব্রাজিলীয় গায়িকা মারিলিয়া মেনডোনসার (marilia mendonca)। যে মানুষটা কিছুক্ষণ আগেও হাসিখুশি মেজাজে ছিলেন, বিমানে বসে খাবার খাওয়ার ভিডিও শেয়ার করেছিলেন হঠাৎ তাঁর মৃত‍্যুর দুঃসংবাদ শুনে হতভম্ব হয়ে গিয়েছিলেন সকলে।

জানা গিয়েছে, শুক্রবার কারাটিঙ্গাতে একটি গানের কনসার্ট ছিল মারিলিয়ার। বিমান সফরের একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি সোশ‍্যাল মিডিয়ায়। কনসার্ট নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তরুণী গায়িকা। জানলার বাইরে চোখ রেখে ক‍্যামেরার সামনে খাবার খেতেও দেখা গিয়েছিল তাঁকে‌। তার ঘন্টা খানেক পরেই আসে মর্মান্তিক খবরটা।

singer 16361845453x2 1

বিমান দুর্ঘটনায় মাত্র ২৬ বছর বয়সে প্রাণ হারান মারিলিয়া। মৃত‍্যু হয় তাঁর সহকারীরও। বিমানটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। প্রাণে বাঁচতে পারেননি বিমান চালকও। লাতিন আমেরিকায় অত‍্যন্ত জনপ্রিয় ছিলেন মারিলিয়া। এত কম বয়সে যে পরিমাণ সাফল‍্য তিনি পেয়েছিলেন তা সত‍্যিই প্রশংসনীয়।

https://www.instagram.com/reel/CV5xFdeJJqM/?utm_medium=copy_link

২০১৯ সালে তাঁর একটি গানের অ্যালব‍্যামের জন‍্য গ্র‍্যামি পুরস্কার পেয়েছিলেন মারিলিয়া। লকডাউনের সময় ভার্চুয়াল কনসার্ট করেছেন তিনি। এমন একজন প্রতিভাবান গায়িকার অকালমৃত‍্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্স। জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি নাকি একটি কোম্পানির বিদ‍্যুতের খুঁটিতে এসে ধাক্কা দেয়। দুর্ঘটনার তদন্তের জন‍্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে ব্রাজিল সরকারের তরফে।

Niranjana Nag

সম্পর্কিত খবর