কলকাতায় এসেই মমতা ব্যানার্জির বাড়িতে উপস্থিত হলেন রোনাল্ডিনহো! পেলেন বিশেষ উপহার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকালই ভারতের মাটিতে পা রেখেছেন কিংবদন্তি ব্রাজিলিয়ান বিশ্বকাপ জয়ী ফুটবলার রোনাল্ডিনহো (Ronaldinho)। ইতিপূর্বে জুলাই মাসে সদ্য বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে কলকাতায় আসতে দেখেছিল বাংলার ফুটবলপ্রেমীরা। নিজে উদ্যোগ নিয়েও এই বিষয়টা সম্পূর্ণ করেছিলেন ক্রীড়াপ্রেমী শতদ্রু দত্ত। এবার পুজোর আগে ব্রাজিলিয়ান মহাতারকাকে কলকাতায় এনে পুজো জমিয়ে দিলেন দিনে।

আগে থেকেই ঠিক ছিল যে কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন রোনাল্ডিনহো। সেই কথা অনুযায়ী সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী বাড়িতে পৌঁছান তিনি। মমতা ব্যানার্জি (Mamata Banerjee) নিজে অসুস্থ বলে তাকে বাড়িতে রেখে পাঠিয়ে ছিলেন। প্রায় ১৫ মিনিট কালীঘাটে মমতার বাড়িতে অবস্থান করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

রোনাল্ডিনহো যখন মুখ্যমন্ত্রীর বাড়িতে যান, তখন সেখানে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমের মতো মন্ত্রীরা। ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়া আরো অন্যান্য ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন যারা রোনাল্ডিনহোর নিজেদের ক্লাবের জার্সি তুলে দেন।

এরপর মমতা ব্যানার্জি সাদর অভ্যর্থনা জানিয়ে তাকে নিয়ে যান নিজের বাড়ির অন্তরে। উপহার হিসেবে তার হাতে বিশেষ ফুটবল তুলে দেওয়া হয়। ১৭ তারিখ অবধি ভারতেই থাকছেন কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার। তারপরও বাংলাদেশ ঘুরে ফের চলে যাবেন নিজের দেশ ব্রাজিলে।

আজ সকালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং আহেরিটোলা যুববৃন্দর পুজোয়। ভারতের পাশাপাশি সাম্বা নাচ করেও দেখান তিনি। খেলেন ফুটবলও। পুজোর আগেই কলকাতার চেহারা যে রীতিমত উপভোগ করছেন ব্রাজিলিয়ান ফুটবলার তা তার চোখ মুখ দেখেই স্পষ্ট ছিল।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর