চমক ফুটবল দুনিয়ায়! যৌন নিগ্রহের অভিযোগ উঠল ব্রাজিল ও বার্সেলোনায় খেলা ড্যানি আলভেসের বিরুদ্ধে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মারাত্মক অভিযোগ উঠলো ব্রাজিলের হয়ে অলিম্পিকে স্বর্নপদক এবং কোপা আমেরিকা জয়ী ফুটবল দলের সদস্য ড্যানি আলভেসের বিরুদ্ধে। তার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলেছেন এক স্প্যানিশ মহিলা। বার্সেলোনায় ওই মহিলাকে যৌন হেনস্থা করেছেন প্রাক্তন বার্সেলোনা সাইড ব্যাক, এটাই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ইতিমধ্যে তাকে আদালতে পেশ করা হয়েছে এবং সেখানে তিনি জামিনের জন্য আবেদন করতে পেরেছেন। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী তাকে জামিন দেওয়া হবে না। স্থানীয় পুলিশ এই ব্যাপারে তদন্ত চালাচ্ছে। কিন্তু এতে প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রাজিলিয়ান তারকার ভাবমূর্তি।

dani alves

পুলিশ সংবাদমাধ্যমকে খুব বেশি তথ্য জানায়নি শুধুমাত্র তাদের তরফ থেকে খবর এসেছে যে, ২০২২ এর শেষ দিনে বার্সেলোনার একটি নাইট ক্লাবে এই কেলেঙ্কারীর সঙ্গে জড়িয়ে পড়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার। যেহেতু বিষয়টি স্পর্শকাতর সেই কারণে এই ব্যাপারটি নিয়ে এখনই বিস্তারিত তথ্য সামনে আনা হচ্ছে না।

এই মুহূর্তে মেক্সিকান লিগে খেলেন ব্রাজিলিয়ান তারকা। বর্ষবরণের অনুষ্ঠান উপভোগ করতে স্পেনে এসেছিলেন তিনি। কিন্তু সেখানে যে তিনি এমন গন্ডগোলের সঙ্গে ছড়িয়ে পড়বেন তাকে ওই আগে থেকে আশঙ্কা করতে পারেনি। তার অনেক ভক্ত এখনো তাকে দোষী বলে ভাবতে নারাজ। তবে প্রকৃত সত্য আপাতত সকলের অগোচরেই রয়েছে।

নিজের কেরিয়ারের বেশিরভাগ সময়টা এফসি বার্সেলোনায় মেসিদের সাথে খেলে কাটিয়েছেন আলভেস। এছারাও জুভেন্টাস এবং পিএসসির সঙ্গেও কিছু সময় যুক্ত ছিলেন তিনি। ২০১৯ সালে ব্রাজিলের জার্সিতে কোপা আমেরিকা এবং ২০২১ সালে ব্রাজিলের জার্সিতে অলিম্পিকের স্বর্ণপদক জিতেছেন বর্তমান প্রজন্মের সবচেয়ে বেশি ট্রফি জয়ী ফুটবলারদের একজন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর