ব্রেকিংঃ শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত রেল যোগাযোগ

বাংলাহান্ট ডেস্কঃ শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশনে বন্ধ ট্রেন। জানা গিয়েছে বাঘাযতীন রেলস্টেশনের কাছে লেভেল ক্রসিং ভেঙ্গে যাওয়ায় বন্ধ রেল যোগাযোগ।

সূত্র থেকে জানা যাচ্ছে, আজ বেলা ১২ টা বেজে ১৫ মিনিট নাগাদ একটি লরি লেভেল ক্রসিংয়ে ধাক্কা মারে। এই সংঘর্ষে ক্ষতিগ্রস্ত লেভেল ক্রসিংটি। ছিঁড়ে গিয়েছে ওভার হেডের তারও।

খবর পেয়ে খুব শীঘ্রই ঘটনা স্থলে এসে পৌঁছান রেল কর্মীরা। যুদ্ধ কালীন পরিস্থিতিতে শুরু হয় মেরামতির কাজ। ঠিক করে দেওয়া হয় ওভার হেডের তার।  সাময়িকভাবে আপ ও ডাউন ট্রেন বন্ধ থাকলেও। ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক হয়েছে বলে জানা যাচ্ছে।

গত কাল ছিল রবিবার,  ছুটির দিন কাটিয়ে আজ ফের কর্মব্যস্ত হয়ে পড়েছে শহর কলকাতা। এরই মধ্যে এই দুর্ঘটনার কারনে বাড়তে পারে যাত্রী দুর্ভোগ। প্রসঙ্গত সোনারপুর, ক্যানিং ইত্যাদি শাখার ট্রেন বাঘাযতীন স্টেশন হয়েই গন্তব্যে যায় ও শিয়ালদহ ফিরে আসে।

সম্পর্কিত খবর