ব্রিটেন তো ট্রেলার, ২০২৯-র মধ্যে জাপান-জার্মানিকেও পিছনে ফেলবে ভারত! রিপোর্টে জানাল SBI

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় অর্থনীতির জন্য এক বড় সুখবর। ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে উঠে এলো ভারত। ডলারের উপর ভিত্তি করে এই হিসাবটি নির্ণয় করা হয়েছে। একই সাথে উল্লেখ্য ভারতীয় অর্থনীতি এই বছর 7% এরও বেশি বৃদ্ধির আশা রাখছে। বর্তমানে সারা বিশ্বের নিরিখে আমেরিকা, চীন, জাপান ও জার্মানির পরই রয়েছে ভারতের অবস্থান।

প্রসঙ্গত বর্তমানে ভারতবর্ষ জি টোয়েন্টি অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে সবচেয়ে দ্রুততম অর্থনীতি। স্মার্ট ফোন ডেটা কনজ্যুমার এর ক্ষেত্রে সারাবিশ্বে এক নম্বর। ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকে সারা বিশ্বে দ্বিতীয়। এছাড়াও সারা বিশ্বের মধ্যে উপভোক্তা বাজারে ভারতের স্থান তৃতীয়।

   

চলতি বছর ভারত রপ্তানি করেছে 670 বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 50 লক্ষ কোটি টাকার পণ্য।এছাড়াও একটি হিসাব অনুযায়ী গত আট বছরে ভারতে তৈরি হয়েছে 100 বিলিয়ন ডলারের বেশি কোম্পানি। বিশেষজ্ঞরা মনে করছেন ব্রিটেনকে ছাপিয়ে পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে আসার পিছনে উল্লেখ্য কারণগুলি অন্যতম কারণ হিসেবে কাজ করেছে।

অর্থনীতিবিদ এবং EGROW-এর প্রধান নির্বাহী চরণ সিং বলেছেন,”আমরা 2022 সালে জিডিপি পরিসংখ্যানে যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেছি। 2027 সাল নাগাদ, আমরা অর্থনৈতিক কর্মক্ষমতার দিক থেকে তাদের থেকে অনেক বেশি হব। যুক্তরাজ্যের অর্থনীতি সঙ্কুচিত হচ্ছে, ভারতের বিকাশ বাড়ছে।” বিদেশ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাকাশী লেখি জানিয়েছেন, “2014 সালের আগে, আমরা ভঙ্গুর পাঁচটি অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে ছিলাম। পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়া এবং সেই অবস্থান থেকে ব্রিটেনের মতো অর্থনীতিকে ছাড়িয়ে যাওয়া একটি বিশাল কীর্তি।”

অন্যদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি গবেষণামূলক রিপোর্টে ভবিষ্যতে ভারতীয় অর্থনীতির একটি ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে।। এসবিআই-র রিপোর্ট অনুযায়ী, আগামী 2029 সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। এসবিআই তাদের গবেষণা মূলক রিপোর্টে উল্লেখ করে বলেছে, Q1FY23-য়ে ভারতের জিডিপি বৃদ্ধি 13.5%। এক্ষেত্রে ভারত অন্যান্য দেশের তুলনায় অর্থনৈতিক ভাবে দ্রুত বৃদ্ধি লাভ করছে। আর কিছু বছরের মধ্যে যে ভারত যে নতুন অর্থনীতির মাইলস্টোন স্পর্শ করতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

PicsArt 04 25 04.54.36

অর্থনীতির আকারের দিক থেকে ভারত যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেলেও ভারতে মাথাপিছু আয় খুবই কম। যখন মাথাপিছু আয়ের ক্ষেত্র আসে তখন একটি দেশে প্রতি ব্যক্তি কত টাকা উপার্জন করে তার একটি পরিমাপ নির্ণয় করা হয়।সে ক্ষেত্রে ভারত 190টি দেশের মধ্যে 122 তম স্থানে অবস্থান করছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর