‘আমি হিন্দু, শ্রী রামচন্দ্র আমার প্রেরণা!’, কেমব্রিজের রামকথা অনুষ্ঠানে অংশ নিয়ে বললেন ঋষি সুনাক

বাংলা হান্ট ডেস্ক : ‘রাম কথা’ শুনতে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী (British Prime Minister) ঋষি সুনাক (Rishi Sunak)। জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী হিসেবে নয়, হিন্দু হিসেবেই তিনি এখানে এসেছেন। মঙ্গলবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আধ্যাত্মিক বক্তা মোরারি বাপুর অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানিয়ে দিলেন, সেখানে এসে তিনি সম্মানিত বোধ করছেন।

সুনাককে বলতে শোনা গিয়েছে, ”ভারতের স্বাধীনতা দিবসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মোরারি বাপুর রাম কথা শুনতে এসে সম্মানিত ও আনন্দিত বোধ করছি। একজন হিন্দু হিসেবে আমি এখানে এসেছি। প্রধানমন্ত্রী হিসেবে নয়।”

নিজের ধর্মবিশ্বাস সম্পর্কে বলতে গিয়ে সুনাক জানান, তাঁর ধর্মীয় বিশ্বাস একান্তই তাঁর ব্যক্তিগত বিশ্বাস। এবং সেই বিশ্বাস তাঁকে জীবনের প্রতি ক্ষেত্রে পথ দেখায়। অনুষ্ঠান চলাকালীন তাঁকে ‘জয় সিয়া রাম’ ধ্বনি তুলতেও দেখা যায়। পাশাপাশি মোরারি বাপুর মঞ্চে রাখা হনুমানের মূর্তির প্রসঙ্গে সুনাক বলেন, ”যেমন এখানে এক সোনার হনুমানের মূর্তি রয়েছে, আমার ১০ ডাউনিং স্ট্রিটের অফিসেও সোনার গণেশ মূর্তি রয়েছে।” সেই সঙ্গে তাঁর দাবি, ভগবান শ্রীরাম তাঁকে প্রতি মুহূর্তে অনুপ্রেরণা জোগান।

rishi 2

উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিবিদ বরাবরই তাঁর আধ্যাত্মিক ভাবমূর্তির পরিচয় দিয়েছেন। গত বছর ইংল্যান্ডের ইসকন মন্দিরে গিয়ে পুজো দিতে দেখা গিয়েছিল তাঁকে। বিভিন্ন সময়েই সেখানকার হিন্দু মন্দিরে যেতে দেখা গিয়েছে সুনাককে।

ঋষি বলেন, ব্রিটিশের পাশাপাশি হিন্দু হিসাবে গর্বিত। ছোটবেলায় ভাই বোনেদের সঙ্গে পুজো দিতে যেতাম। প্রসাদ খেতাম। আসলে এই যে সেবা করার ব্রত, এই হিন্দু মূল্যবোধটা ব্রিটিশ মূল্যবোধের সঙ্গে মিলে যায়।

সুনাক বলেন ‘ভগবান রামচন্দ্র সবসময় আমার অনুপ্রেরণা। বাপু আপনি যা করেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার সত্য, ভালোবাসা আর দয়াশীলতার শিক্ষা এটা আজ আরও বেশি প্রাসঙ্গিক। ঋষি সুনক মঞ্চের আরতিতেও অংশ নেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর