বাংলা হান্ট ডেস্কঃ চাকরি করে নিজের পায়ে দাঁড়ানো প্রাথমিক লক্ষ্য যেকোনো যুবক-যুবতীরই। কিন্তু অ্যাকাডেমিক ক্ষেত্রে নম্বর কম থাকায় অনেকেই পিছিয়ে পড়েন, অথচ দেখা যায় এদের অনেকেই খেলাধুলায় খুব ভালো। এবার তাদের জন্যই বড় সুযোগ আনলো বিএসএফ। বিএসএফ জানিয়েছে স্পোর্টস কোটায় ২৬৯ জন কনস্টেবল নিয়োগ করবেন তারা। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া করা যাবে অনলাইনেই। বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করতে পারেন https://bsf.gov.in/Home ওয়েবসাইটে।
বয়সঃ
বিএসএফের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ আগস্ট ২০২১-এই এরমধ্যে আবেদনকারীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ২৩ বছর। ক্ষেত্রে অবশ্য এসটি, এসসি এবং ওবিসিদের জন্য বয়সের ছাড় রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী এসটি, এসসিদের ক্ষেত্রে ৫ বছর এবং ওবিসিদের ক্ষেত্রে ৩ বছরের ছাড় রয়েছে।
বেতনক্রমঃ
লেভেল সি গ্রুপের এই চাকরির ক্ষেত্রে মাসিক বেতন ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও খেলাধুলার যোগ্যতাঃ
★শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কেবলমাত্র মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন প্রার্থীরা।
★ বিজ্ঞপ্তি অনুযায়ী ভারোত্তোলন, বডি বিল্ডিং, কুস্তি, ফুটবল, বাস্কেটবল, অ্যাথলেটিকস সহ মোট ২১ টি আলাদা আলাদা ক্রীড়াক্ষেত্রের যেকোনো একটিতে প্রতিনিধিত্ব করা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
★ প্রার্থীদের অবশ্যই জাতীয় অথবা আন্তর্জাতিকস্তরে নির্দিষ্ট বেশকিছু প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে থাকতে হবে এবং পদক জিততে হবে। এই প্রতিযোগিতাগুলির মধ্যে রয়েছে ইয়ুথ অলিম্পিক গেম, ইয়ুথ কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, অলিম্পিক গেমস সহ আরও বেশ কয়েকটি প্রতিযোগিতা। জানানো হয়েছে, ভারতের হয়ে প্রতিনিধিত্বকারী এবং সোনা রূপো অথবা ব্রোঞ্জ খেলোয়াড়রা এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর।