প্রতিদিন মাত্র ৬ টাকায় ইন্টারনেট, এক বছরের জন্য থাকুন টেনশন ফ্রি! দারুণ প্ল্যান আনল BSNL

বাংলাহান্ট ডেস্ক: হোলির আগে দারুণ একটি প্ল্যান নিয়ে এল BSNL। রিলায়্যান্স জিও (Reliane Jio) আসার পর থেকেই বিভিন্ন টেলিকম অপারেটররা রিচার্জ প্ল্যানের দাম কমিয়েছিল। কিন্তু পরবর্তীতে জিও-র সঙ্গে পাল্লা দিতে না পেরে অনেকটাই দাম বাড়িয়েছে তারা। এতে ভয়ানক সমস্যায় পড়েছেন গ্রাহকরা। তাই তাঁরা সস্তায় ভাল প্ল্যান খোঁজেন। 

গ্রাহকদের এই সমস্যার সমাধানে এ বার তৎপর হয়েছে বিএসএনএল। তাই একটা অসাধারণ প্ল্যান এনেছে তারা। এই প্রিপেড প্ল্যানটি এক বছরের জন্য প্রায় নিখরচায় পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে রিচার্জ করালে প্রতিদিনের ভিত্তিতেও বেশি খরচ করতে হবে না। একটি গোটা বছরের জন্য নিশ্চিন্ত থাকতে পারবেন গ্রাহকরা। 

bsnl india confirmed 4g launch delay

সরকারি এই টেলিকম অপারেটরের এই প্ল্যানটি পাওয়া যাচ্ছে ১৯৯৯ টাকায়। এর মধ্যে গ্রাহকরা একাধিক সুযোগ সুবিধা পাবেন। এক বছরের জন্য মোট ৬০০ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং থাকছে। স্থানীয় ও জাতীয় রোমিংয়ের ক্ষেত্রেও আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিচ্ছে বিএসএনএল। এছাড়াও প্রতিদিন ১০০টি এসএমএস-এর ব্যবস্থা থাকছে। 

এই প্ল্যানে রিচার্জ করালে প্রতিদিন মাত্র ৬ টাকা খরচ করতে হবে গ্রাহকদের। এই ক’টা টাকাতেই বিপুল সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন বিএসএনএল-এর গ্রাহকরা। আরও একটি বাম্পার প্ল্যান রয়েছে বিএসএনএল-এর। এটির দাম ২৯৯৯ টাকা। এই প্ল্যানের অধীনে প্রতিদিন ৩ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে।

BSNL

একইসঙ্গে আগের প্ল্যানটির মতোই আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে রিচার্জ করালে গ্রাহকদের প্রতিদিন মাত্র ৯ টাকা খরচ করতে হচ্ছে। মাত্র ৯ টাকাতেই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন তাঁরা। রিলায়্যান্স জিও, এয়ারটেল ও ভোডাফোনের চেয়েও অনেক সস্তায় প্ল্যান এনেছে বিএসএনএল। এই রিচার্জ না করলে পস্তাবেন। কারণ আজকের দিনে এত সস্তায় কোনও অপারেটরই রিচার্জ প্ল্যান দেয় না।

সরকারি এই টেলিকম অপারেটরটি দেশের অন্যতম বড়। বিএসএনএল সাধারণত সবচেয়ে সস্তায় রিচার্জ প্ল্যান দেওয়ার জন্য গ্রাহকদের মধ্যে বেশ পরিচিত। তাদের অন্যান্য প্ল্যানগুলিও রিলায়্যান্স জিও, এয়ারটেল ও ভোডাফোনের থেকে অনেকটাই সস্তা। আর মাত্র কয়েকদিন পরেই হোলি। তার আগেই গ্রাহকদের জন্য এমন বাম্পার অফার এনে তাক লাগিয়ে দিল তারা। 


Subhraroop

সম্পর্কিত খবর