বাংলাহান্ট ডেস্কঃ বেশ কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল বি এস এন এল কে নিয়ে। সরকারি এই টেলিকম পরিষেবা খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে পারবে নাকি অন্যান্য সরকারি পাব্লিক সেক্টর গুলির মত ক্রমাগত ক্ষতির কবলে পড়ে বেসকারি সংস্থার কাছে বিক্রি হয়ে যাবে সে ব্যাপারে জল্পনা ছিল তুঙ্গে।
সব জল্পনার অবসান ঘটিয়ে bsnl 4G চালু করেছিল সংস্থাটি। এবার সেই ৪জি জেনারেশনের ডেটা প্লানের মধ্য দিয়ে শুধু ঘুরে দাঁড়াচ্ছে না বি এস এন এল। রীতিমত টক্করের মুখে ফলছে জিও, এয়ারটেল , ভোডাফোনের মত জনপ্রিয় টেলিকম সংস্থা গুলিকে।
bsnl তাদের দুটি নতুন 4G প্লান নিয়ে এসেছে, যার কাছে মুখ থুবরে পড়তে পারে Jio ও Airtel
এই দুটি প্লান হল ৯৬ ও ২৩৬ টাকার।দুটি প্লানেই 10 জিবি দৈনিক ব্যবহারের ডেটা সহ যথাক্রমে 28 দিন এবং 84 দিনের মেয়াদ নিয়ে আসে। বিএসএনএল এর 96 টাকার প্লানটি 280 জিবি ৪ জি ডেটা সরবরাহ করবে ২৮ দিনের জন্য। অপর দিকে 236 টাকার প্ল্যানটি 2,360GB ডেটা সুবিধা দেয়। বিএসএনএল হ’ল টেলিকম শিল্পের একমাত্র পরিষেবা প্রদানকারী যা 10 জিবি প্রতিদিনের ডেটা ব্যবহারের পরিকল্পনা দিচ্ছে।
বিএসএনএল কর্তৃপক্ষ এর তরফ থেকে জানানো হয়েছে যে আগামী এপ্রিল মাসের মধ্যে BSNL এর তরফ থেকে ভারতের বিভিন্ন প্রান্তে বিএসএনএল 4g পরিষেবা চালু হবে। তবে বিএসএনএল 4g পরিষেবা কে আরো উন্নত করতে সময় লাগবে আরো দেড় বছর।
কলকাতার বেশ কয়েকটি এলাকায় bsnl তাদের 4G নেটওয়ার্ক বসিয়েছে ইতিমধ্যেই। কলকাতার বড়বাজার, এসপ্ল্যানেড, এবং দ্বিতীয় হুগলি সেতুর মতো ব্যস্ত অঞ্চলে এই নেটওয়ার্ক বসেছে।