বাংলা হান্ট ডেস্ক: নতুন বছর শুরুতেই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNl) ফের একবার গ্রাহকদের জন্য আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে। তবে দীর্ঘদিন ধরেই বিএসএনএল সাশ্রয়ী মূল্যের বিভিন্ন রিচার্জ প্ল্যান বাজারে এনে তোলপাড় করছে। যার ফলে মাথায় হাত পড়েছে অনান্য টেলিকম সংস্থা গুলোর। আর এবার নতুন বছরের শুরুতেই আবারও বিএসএনএল আনল আরেকটি দারুণ অফার। জেনে নিন কি সেটি।
নতুন বছরে রিচার্জে চমক! গ্রাহকদের জন্য প্রতিদিন ৩ জিবি ডেটার বিশেষ প্ল্যান (BSNL)
এবার বিএসএনএল (BSNL) একটি নতুন বার্ষিক প্রিপেইড প্ল্যানের ঘোষণা করেছে। এই প্ল্যানটি মূলত সেই সব ব্যবহারকারীদের জন্য, যারা ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়িয়ে কম খরচে দীর্ঘমেয়াদি সংযোগ বজায় রাখতে চান।

আরও পড়ুন: সাগরের হাওয়ায় নিশ্চিন্ত ছুটি! দিঘার কাছেই মিলবে ভিড়হীন এই বিশেষ জায়গায়
জানা যায় , এই নতুন অফারে এক বছরের প্রিপেইড প্ল্যানের দাম ২৭৯৯ টাকা। যারা এই প্ল্যানে রিচার্জ করবেন তারা প্রতিদিন ৩ জিবি হাই-স্পিড ডেটার সুবিধা পাবেন। পাশাপাশি, আনলিমিটেড ভয়েস কলিং। প্রতিদিন ১০০টি করে এসএমএসের সুবিধাও দেওয়া হচ্ছে।
এই অফার আসার পর বেসরকারি টেলিকম সংস্থাগুলির তুলনায় এই প্ল্যানটি অনেকটাই সস্তা বলে দাবি সংস্থার। যেখানে বর্তমানে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো অপারেটরদের বার্ষিক প্ল্যানগুলির দাম তুলনামূলকভাবে বেশি অথবা সুবিধা সীমিত। সেখান বিএসএনএলের এই বার্ষিক বাজেট প্ল্যানটি সকলের জন্যই স্বস্তি বয়ে এনেছে।
প্রসঙ্গত , গত কয়েক মাসে বিএসএনএল তাদের নেটওয়ার্ক উন্নত এবং নতুন প্ল্যান নিয়ে কাজ করেছে। যদিও ৪জি ও ৫জি পরিষেবার ক্ষেত্রে সংস্থাটি এখনও বেসরকারি অপারেটরদের থেকে কিছুটা পিছিয়ে। তবুও কম খরচে দীর্ঘমেয়াদি প্ল্যান এনে বাজারে নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করছে বিএসএনএল (BSNL)।












