অতি সঙ্কটজনক বুদ্ধদেববাবু! শরীরে ক্লেবশিয়েলা ব্যাক্টেরিয়ার হানা, যা জানালেন চিকিৎসক…

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল শারীরিক অবস্থার অবনতি ঘটায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya) হাসপাতালে ভর্তি করা হয়। শনিবারই তার চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। সেই বোর্ডের তত্ত্বাবধানেই বুদ্ধদেববাবুকে সুস্থ করার মরিয়া প্রচেষ্টা চলছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রী।

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় ইতিবাচক কোনও সাড়া দিচ্ছেন না বুদ্ধদেব ভট্টাচার্য। বর্তমানে তন্দ্রাচ্ছন্ন রয়েছেন তিনি। রাতে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। এদিন চেস্ট এক্স রে রিপোর্ট দেখে সকাল ১১:৩০টা নাগাদ চেস্টের সিটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে বুদ্ধবাবুর। রক্তে অক্সিজেনের মাত্রও কমেছে। নল দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। রাত থেকেই ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাকে। তবে রক্তচাপ এবং হৃদস্পন্দন স্থিতিশীল রয়েছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে বুদ্ধদেববাবুর সিআরপি ৩১৮। রয়েছে ডায়াবেটিস, সঙ্গে ড্রাগ রেজিস্ট্যান্স। এই সব সমস্যার জন্য অ্যান্টি বায়োটিক পুরো মাত্রায় দেওয়া যাচ্ছে না।

রাতে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। রবিবার সকালে বুদ্ধবাবুর চিকিৎসক কৌশিক চক্রবর্তী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুদ্ধদেববাবুর শরীরে ক্লেবশিয়েলা নামক একটি ব্যাক্টেরিয়া পাওয়া গিয়েছে। এই ব্যাক্টিরিয়াটা নাকি ‘মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স’ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে।

buddhadeb

চিকিৎসক জানান, এই ব্যাক্টিরিয়াটা শরীরে কোনও ওষুধের প্রতিক্রিয়াও হতে দেয় না। তাই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছিল, তা বদল করা হয়েছে। জানা যাচ্ছে আগামী তিনদিন কড়া ভেন্টিলেশন পর্যবেক্ষণে থাকতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X