ধর্মীয় র‍্যালি থেকে বাস লক্ষ্য করে ছোঁড়া হল পাথর! কোনোক্রমে প্রাণে বাঁচলেন যাত্রীরা, উত্তপ্ত এলাকা

বাংলা হান্ট ডেস্ক : মহরমের (Muharram) মিছিলকে ঘিরে উত্তপ্ত দিল্লি (Delhi)। রাজধানী শহরের নাংলোইতে তখন যাচ্ছিল তাজিয়া মিছিল। সবকিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ অংশগ্রহণকারী ব্যক্তিরা রাস্তা দিয়ে যাওয়া যানবাহনে পাথর ছুড়তে শুরু করে। বিপত্তি বাঁধে এরপরই। ডিটিসি বাসে যাতায়াতকারী মহিলা ও শিশুরা কান্নাকাটি শুরু করে।

একের পর এক পাথর উড়ে আসতে দেখে ওই বাসের কন্ডাক্টর সঙ্গে সঙ্গে বাসে থাকা লোকজনকে বসতে বলেন। এ সময় বাসে একটানা পাথর ছোড়া হয়। শীতাতপনিয়ন্ত্রিত বাসটির কাচ ছিন্নভিন্ন হয়ে লোকজনের গায়ে পড়ছে। বাসে থাকা লোকজন কোনোরকমে সিটের নিচে লুকিয়ে নিজেদের মাথা বাঁচানোর চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখো দৌড় লাগান পথচারীরা। তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে।

স্থানীয় সূত্রে খবর, ওই মিছিল থেকে যারা পাথর ছুঁড়েছে তারা বেশির ভাগই শিশু। এমনকি তাদের মধ্যে কয়েকজনকে হাতে তলোয়ার নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে। সরকারি-বেসরকারি যানবাহনে চলাচলকারী মানুষের জীবন যথেষ্ট ঝুঁকির মুখে পড়ে যায়। পথচলতি মানুষ পুরো ঘটনা ক্যামেরা বন্দি করে। এক ব্যক্তি এই ঘটনার ভিডিও করেছেন। ভাইরাল হওয়া সেই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে, রাস্তার দুপাশ থেকে তার গাড়িতে পাথর ছুড়ে গাড়ির কাচ ভেঙে যাচ্ছে।

delhi

ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিস লাঠিচার্জ করলে মিছিলের লোকজন এদিক ওদিক ছুটতে থাকে। এই হুড়োহুড়ি মধ্যে ধাক্কা খেয়ে অনেকেই মাটিতে পরে যান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিস।

গত বছর পর্যন্ত মহরমের মিছিল সুরজমল স্টেডিয়ামে শেষ হলেও এ বছর পুলিস ও প্রশাসন চকেই মিছিল শেষ করার নির্দেশ দেয়। স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়নি পুলিস। প্রশাসন ও স্থানীয় মানুষজন জানান, মিছিলে উপস্থিত লোকেরা স্টেডিয়ামের ভেতরের ক্ষতি করে, সবুজের সমারোহ নষ্ট করে। এই পরিস্থিতির মোকাবিলা করার জন্যই স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেয়নি পুলিস।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর