কপাল খুলবে মধ্যবিত্তের! বাজেটে হু হু করে দাম কমবে এইসব জিনিসের! লিস্টে কি কি আছে জানেন?

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : আগামী ১লা ফেব্রুয়ারী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করতে চলেছেন কেন্দ্রীয় বাজেট (Budget)। প্রতিবারের মতো এবারও বাজেট (Budget) নিয়ে একাধিক আশা-প্রত্যাশা তৈরি হয়েছে মধ্যবিত্তর। প্রতিবার কেন্দ্রীয় সরকারের (Central Government) বাজেট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলে আমজনতার উপর।

বাজেটে (Budget) সস্তা হতে পারে এইসব জিনিস

কোন কোন জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে বা সস্তা হচ্ছে তা নির্ভর করে বাজেটের উপর। এছাড়াও ইনকাম ট্যাক্সের হারের রদবদলের দিকে নজর থাকে প্রত্যেকের। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, আগামী বাজেটে অনেকেরই নজর রয়েছে ইলেক্ট্রনিক্স প্রোডাক্টসের উপর। তাহলে কি আসন্ন বাজেটে দাম কমতে চলেছে ইলেক্ট্রনিক্স প্রোডাক্টসের?

আরোও পড়ুন : গোপনে বিবাহিতা মানালির সিঁথিতে সিঁদুর রোহনের! প্রেমিকের কাণ্ডে কী বললেন অঙ্গনা!

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) গলায় ডিজিটাল ইন্ডিয়ার সুর শোনা যায় মাঝেমধ্যেই। দেশবাসীকে ডিজিটাল পণ্যের উপর নির্ভরশীল করে তুলতে কেন্দ্রীয় সরকার একাধিক উদ্যোগও নিচ্ছে।এমন পরিস্থিতিতে যদি ফোন, ল্যাপটপ, টিভি ইত্যাদির দাম কিছুটা কমে তাহলে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করতে খুব একটা পরিশ্রম করতে হবে না সরকারকে। 

আরোও পড়ুন : আজকের রাশিফল ৩০ জানুয়ারি, প্রেমের জীবনে বড় চমক এই চার রাশির

আসন্ন বাজেটে অর্থমন্ত্রী যদি ইলেক্ট্রনিক প্রোডাক্টস তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণের উপর ইমপোর্ট ডিউটি কমানোর ঘোষণা করেন, তাহলে দাম কমতে পারে ইলেকট্রনিক্স প্রোডাক্টসের। তাছাড়াও মোবাইল রিচার্জের দাম নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে ক্ষোভ। গত বছর প্রত্যেকটি বেসরকারি টেলিকম সংস্থা ৩০ থেকে ৪০ শতাংশ দাম বৃদ্ধি করেছে রিচার্জের।

Budget and these items price drop down

আসন্ন বাজেটে রিচার্জের দামের উপর রদবদল হতে পারে কিনা সেই বিষয়েও অনেকে জানতে ইচ্ছুক। টেলিকম কোম্পানিগুলি লাইসেন্স ফি ও ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড হ্রাস করার দাবি জানিয়েছে সরকারের কাছে। সেই দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে মোবাইল রিচার্জের খরচ কিছুটা হলেও কমতে পারে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X