বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে বুলেট ট্রেনের (Bullet Train) কাজ দ্রুত এগিয়ে চলেছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই দিল্লি এবং হাওড়ার মধ্যে বুলেট ট্রেন চালানোর প্রস্তুতিও শুরু হয়েছে। এই বুলেট ট্রেন দিল্লি থেকে হাওড়া পর্যন্ত চলবে। সফরকালে বুলেট ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার। এমতাবস্থায়, দিল্লি থেকে পাটনা পৌঁছতে ৪ ঘন্টারও কম সময় লাগবে।
দিল্লি থেকে হাওড়া পর্যন্ত চলবে বুলেট ট্রেন (Bullet Train):
দিল্লি-হাওড়া বুলেট ট্রেনের রুট কেমন হবে: প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ট্রেন (Bullet Train) মারফত দিল্লি থেকে হাওড়া পৌঁছনোর জন্য ৯ টি স্টেশন তৈরি করা হবে। প্রথম স্টেশনটি হবে দিল্লি। দিল্লি ছেড়ে যাওয়ার পর, ট্রেনটি সরাসরি আগ্রা ক্যান্টে পৌঁছবে। তারপর ট্রেনটি কানপুর সেন্ট্রাল থেকে অযোধ্যা এবং লখনউ হয়ে বারাণসী পৌঁছবে। বারাণসী থেকে ছেড়ে সেটি সরাসরি পাটনা এবং আসানসোলে থামবে। শেষ স্টপ হবে হাওড়ায়।
বিহারে শুরু সার্ভের কাজ: “দৈনিক ভাস্কর”-এর রিপোর্ট অনুসারে, বিহারে দিল্লি-হাওড়া বুলেট ট্রেনের (Bullet Train) সার্ভে সম্পন্ন হয়েছে। এই সার্ভের রিপোর্ট রেল মন্ত্রকে জমা দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। সামগ্রিকভাবে এই নির্মাণকাজ ২ টি পর্যায়ে করা হবে। প্রথম পর্যায়ে এটি দিল্লি থেকে বারাণসী পর্যন্ত সম্পন্ন হবে। এরপর, দ্বিতীয় পর্যায়ে এটি বারাণসী থেকে হাওড়া পর্যন্ত সম্পন্ন হবে। এর জন্য মোট ৫ লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে।
আরও পড়ুন: ফুটবল-টেনিসের এই দেশ গড়ল ইতিহাস! ২০২৬-এ খেলবে T20 বিশ্বকাপ, অবাক ক্রিকেট বিশ্ব
কত সময় লাগবে: এই পরিষেবা শুরু হলে বুলেট ট্রেন (Bullet Train) দিল্লি এবং হাওড়ার মধ্যে ১৬৬৯ কিলোমিটার সফর করতে মোট ৬.৫ ঘন্টা সময় নেবে। এর ফলে দিল্লি থেকে পাটনা পর্যন্ত ১,০৭৮ কিলোমিটারের যাত্রা মাত্র ৪ ঘন্টায় সম্পন্ন হবে। পাশাপাশি, পাটনা থেকে হাওড়া পর্যন্ত ৫৭৮ কিলোমিটারের সফর সম্পন্ন হবে মাত্র ২ ঘন্টায়।
আরও পড়ুন: প্রত্যেক ভারতীয় বোলারকে পিছনে ফেললেন “অপ্রতিরোধ্য” বুমরাহ! ভাঙলেন কপিল দেবের দুর্দান্ত রেকর্ডও
জানা গিয়েছে যে, দিল্লি ছাড়ার পর এই ট্রেন (Bullet Train) উত্তর প্রদেশের ৫ টি, বিহারের ১ টি এবং পশ্চিমবঙ্গের ২ টি স্টেশনে থামবে। এই ট্রেনের জন্য পাটনায় ৬০ কিলোমিটার উঁচু ট্র্যাক তৈরি করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে বুলেট ট্রেনের ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছিল। এই বুলেট ট্রেনের কাজ দ্রুত গতিতে চলছে। সরকার জানিয়েছে যে, ওই কাজটি শীঘ্রই সম্পন্ন হবে এবং দ্রুত পরিষেবা শুরু হবে।