প্রত্যাবর্তন সিরিজেই বিশ্বরেকর্ড গড়লেন জাসস্প্রীত বুমরাহ।

রবিবার ভারত বনাম নিউজিল্যান্ডের পঞ্চম টিটোয়েন্টি ম্যাচে কম রান করেও ম্যাচ জিতে নিয়েছে ভারত। আর ভারতের এই জয়ে সবচেয়ে অন্যতম বড় ভূমিকা পালন করেছেন ভারতীয় পেসার জাসস্প্রীত বুমরাহ। এই ম্যাচে প্রধান পার্থক্য গড়ে দেয় বুমরাহের চার ওভার। এই ম্যাচে চার ওভার বল করে মাত্র 12 রান দিয়ে তিনটি উইকেট তুলে নেয় বুমরাহ। যার মধ্যে একটি মেডেন ওভারও ছিল আর বুমরাহ এই মেডেন ওভার নিয়েই বিশ্বরেকর্ড গড়ে ফেললেন।

এর আগে পর্যন্ত টিটোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি মেডেন ওভার ছিল শ্রীলঙ্কার পেসার নুয়ার কুলসেকরার। ছয়টি মেডেন ওভার নিয়েছিলেন তিনি। রবিবার সিরিজের পঞ্চম ম্যাচে টিটোয়েন্টি ক্রিকেটে সাতটি মেডেন ওভার নিয়ে কুলসেকরার রেকর্ড ভেঙ্গে দিলেন বুমরাহ। সেই সাথে বুমরাহই বিশ্বের প্রথম বলার যার ঝুলিতে রয়েছে সাতটি মেডেন ওভার।

543719448186c76ef26a984bcb20441bd30e9cf7

কুলসেকরা ছয়টি মেডেন ওভার নেওয়ার জন্য নিয়েছিল 58 টি ম্যাচ। 58 তম ম্যাচে 205.1 ওভারে কুলসেকরা নিয়েছিল ছয়টি মেডেন ওভার। আর বুমরাহ সাতটি মেডেন ওভার নিলেন মাত্র 50 টি ম্যাচে 49 ইনিংসে তাও আবার 179.1 ওভারে।

সিরিজের প্রথম দুটি ম্যাচে দারুন ছন্দে পাওয়া যায় বুমরাহকে, বুমরাহের বলে শেষের দিকে একেবারেই রান করতে পারছিলেন না নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। কিন্তু সিরিজের তৃতীয় ম্যাচে ছন্দ হারায় বুমরাহ। তবে সিরিজের চতুর্থ ম্যাচে ফের ছন্দে ফেরেন তিনি। আর সিরিজের শেষ ম্যাচে যখন ভারতীয় দলের রান কম হয়েছিল সেই সময় দারুন বোলিং করেন বুমরাহ। বুমরাহর বোলিংয়ের জন্যই শেষ ম্যাচ জিতে যায় ভারত। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

Udayan Biswas

সম্পর্কিত খবর